SBI-এর পরিষেবায় ব্যাপক রদবদল

আপনিও যদি SBI-এর গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনার জন্য রইল প্রতিবেদনটি। জানা গিয়েছে, এবাফ গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ব্যাঙ্ক। এই…

SBI raised interest rates on term deposits

আপনিও যদি SBI-এর গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনার জন্য রইল প্রতিবেদনটি। জানা গিয়েছে, এবাফ গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ব্যাঙ্ক। এই পরিবর্তনের অধীনে, এখন গ্রাহকরা শুধুমাত্র সেই ফোন থেকে SBI-এর YONO অ্যাপ্লিকেশনে লগ ইন করতে পারবেন।

অর্থাৎ এখন আপনি অন্য কোনো নম্বর থেকে ব্যাংকের সেবা নিতে পারবেন না। জানা গিয়েছে, গ্রাহকদের অনলাইন ব্যাঙ্কিং জালিয়াতির হাত থেকে বাঁচাতে ব্যাঙ্ক এই পদক্ষেপ নিয়েছে। দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI তার গ্রাহকদের জন্য সময়ে সময়ে সুবিধা প্রদান করে চলেছে। এখন অনলাইন জালিয়াতির ক্রমবর্ধমান মামলার পরিপ্রেক্ষিতে, ব্যাঙ্ক এই নতুন আপগ্রেডটি YONO অ্যাপে রেখেছে। এর মাধ্যমে, গ্রাহকরা কেবল একটি নিরাপদ ব্যাঙ্কিং অভিজ্ঞতাই পাবেন না বরং তারা অনলাইন জালিয়াতির শিকার হওয়া এড়াতে পারবেন। শুধু তাই নয়, গ্রাহকদের অ্যাকাউন্টের নিরাপত্তাও বাড়বে।

ব্যাঙ্ক ইতিমধ্যেই গ্রাহকদের এই তথ্য জারি করেছিল যে নতুন নিবন্ধনের জন্য, গ্রাহকদের সেই ফোন ব্যবহার করতে হবে যেখানে তাদের মোবাইল নম্বরটি ব্যাঙ্কে লিঙ্ক রয়েছে। অর্থাৎ, SBI YONO অ্যাকাউন্টধারীদের অন্য কোনও নম্বর দিয়ে লগ ইন করার চেষ্টা করার সময় কোনও লেনদেন করার অনুমতি দেবে না।