অর্জুনের মুখে নাম শুনতেই সৌমিত্রকে নতুন দায়িত্ব দিল বিজেপি

দলের একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি দলবদল করতেই বড় সিদ্ধান্ত নিতে হচ্ছে মুরলীধরের নেতাদের। এবার শ্রমিক সংগঠনের দায়িত্বে এলেন সৌমিত্র খাঁ…

Saumitra Khan

দলের একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি দলবদল করতেই বড় সিদ্ধান্ত নিতে হচ্ছে মুরলীধরের নেতাদের। এবার শ্রমিক সংগঠনের দায়িত্বে এলেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)। তবে অর্জুনের মুখে সৌমিত্র নিয়ে ভাই বচন শুনতেই বড় দায়িত্ব দিলেন বিজেপি নেতারা?

যদিও এবিষয়ে সৌমিত্র খাঁ জানিয়েছেন, মুকুল রায়, সুজাতা এবং অনেক নেতারা তৃণমূলে যোগদান করতেই বারবার তাঁকে নিয়ে আলোচনা হয়েছে। তাঁর কথায়, চতুর শেয়াল ভাইপো যেদিন তৃণমূল থেকে সরবে সেদিন তৃণমূলে যাওয়ার কথা ভাবতে পারি৷ কারণ সব কিছুর মূলে রয়েছে চতুর শেয়াল ভাইপো।

   

রবিবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অর্জুন সিং যখন তৃণমূলে যান তখন থেকেই বিজেপি শিবিরের ভাঙন নিয়ে আলোচনা শুরু হয়েছিল৷ অনেকেই মনে করেছিলেন সৌমিত্র দলবদল সময়ের অপেক্ষামাত্র। জল্পনা উস্কে অর্জুনের মন্তব্য, সৌমিত্র আমার ভাই আছে। ওয়েট করুন এত তাড়াতাড়ি কথা বলাটা ঠিক নয়। ওয়েট অ্যান্ড সি। এত তাড়াতড়ি কিছু বলার নেই।

পাল্টা বিষ্ণুপুরের সাংসদের কথায়, তিনি বিজেপিতে থাকলেও এখনও অনেক বাঁকুড়ার তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো রয়েছে। একইসঙ্গে দীর্ঘ সময় রাজনীতি করার সুবাদে একাধিক তৃণমূল সাংসদদের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে। সেদিক থেকে নিজের ভাই বলতেই পারেন অর্জুন সিং। কিন্তু সৌমিত্রর বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাড়লে তবেই তিনি তৃণমূলে যেতে পারেন নাহলে যাবেন না।