Nepal: নিখোঁজ তারা এয়ার পাইলটের ফোন থেকে আসছে সিগনাল, বাড়ছে উদ্বেগ

সিগনাল মিলতেই চাঞ্চল্য কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দর ও পোখরা এয়ারপোর্টে। মাঝ আকাশে নিখোঁজ হয়ে যাওয়া নেপালের তারা এয়ার বিমান চালক ক্যাপ্টেন প্রভাকর ঘিমিরের ফোন…

সিগনাল মিলতেই চাঞ্চল্য কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দর ও পোখরা এয়ারপোর্টে। মাঝ আকাশে নিখোঁজ হয়ে যাওয়া নেপালের তারা এয়ার বিমান চালক ক্যাপ্টেন প্রভাকর ঘিমিরের ফোন থেকে আসছে সংকেত। নেপাল (Nepal) টেলিকম বিভাগের কর্মীরা সেই সিগনাল ধরে নির্দিষ্ট অবস্থান বের করতে ব্যস্ত।

নিখোঁজ তারা এয়ারের ওই বিমানে চার ভারতীয় সহ মোট ২২ জন ছিলেন। এই সংবাদ আসতেই চরম উতকন্ঠায় যাত্রীদের আত্মীয়রা। পোখরা বিমান বন্দরে গভীর উদ্বেগ নিয়ে তাঁরা অপেক্ষা করছেন।

কাঠমাণ্ডুর সংবাদমাধ্যম জানাচ্ছে, পোখরা থেকে জমসন যাওয়ার পথে এই বিমানটি নিখোঁজ হয়। ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল ও পোখরা বিমান বন্দর কর্তৃপক্ষ জানাচ্ছে নিখোঁজ বিমানটির সর্বশেষ পরিস্থিতি জানতে চেষ্টা চলছে। নেপালি সেনার একটি হেলিকপ্টার নেমেছে তল্লাশিতে।

যাত্রীদের নিয়ে পোখরা থেকে জমসমের দিকে উড়েছিল তারা এয়ার। স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটির সর্বশেষ অবস্থান জানতে চলছে তল্লাশি। সময় যত পার হচ্ছে ততই বাড়ছে উদ্বেগ।