Tonga: এখনও জ্বলছে হাঙ্গা টোঙ্গা দানবের চোখ, বিশ্ব থেকে বিচ্ছিন্ন দ্বীপদেশ

শনিবার ভয়াবহ প্রবল অগ্ন্যুৎপাতের জেরে বিস্ফোরণে কেঁপে ওঠে টোঙ্গা (Tonga)। এই আগ্নেয়গিরির জেরে সুনামি হয় প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ (Island) টোঙ্গা-এ। এদিকে বর্তমানে গোটা পৃথিবী থেকে…

শনিবার ভয়াবহ প্রবল অগ্ন্যুৎপাতের জেরে বিস্ফোরণে কেঁপে ওঠে টোঙ্গা (Tonga)। এই আগ্নেয়গিরির জেরে সুনামি হয় প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ (Island) টোঙ্গা-এ।

এদিকে বর্তমানে গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই দ্বীপটি। একেবারে আগ্নেয়গিরির ছাইয়ে ঢাকা পড়েছে প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশটি। টোঙ্গার সরকারের তরফ থেকে জানানো হয়েছে, হুঙ্গা-টোঙ্গা-হুঙ্গা হা’আপাই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর সৃষ্ট সুনামি টোঙ্গার উপকূলগুলোতে আঘাত হানে এবং পুরো দ্বীপটির ফোন ও ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করে দেয়। 

সাগরতলের কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় আন্তর্জাতিক যোগাযোগ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এই কেবল ঠিক করতে এক সপ্তাহেরও বেশি সময় লেগে যাবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সুনামি ও অগ্ন্যুৎপাতের জেরে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। কোভিড মহামারীর জেরে স্বাভাবিক উপায়ে ত্রাণ পাঠাতে সমস্যা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, কানুকুপোলু গ্রামসহ পুরো পশ্চিম উপকূল বরাবর সবকিছু ধ্বংস হয়ে গেছে। এমনকি সুনামিতে ৮০ হাজারের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর পাশাপাশি সুনামির কারণে সৃষ্ট উঁচু ঢেউয়ের ফলে পেরুর উত্তরাঞ্চলের উপকূলীয় সাগর তটে দুই ব্যক্তি ডুবে গেছেন।