Mohun Bagan: মোহনবাগানের খেলায় নজর কাড়ছে আরও একটি বিষয়

mohun Bagan

বদলে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। জায়ান্টের মতই এখন খেলছে মোহনবাগান (Mohun Bagan)। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ৪-৩ গোলে জিতেছে বাগান। পরপর তিন ম্যাচে জিতল সবুজ মেরুন ব্রিগেড। অপরাজিত শেষ পাঁচ ম্যাচে। বাগানের খেলায় নজর কাড়ছে বিশেষ একটি দিক।

Advertisements

হুয়ান ফেরান্দোর কোচিংয়ে মোহনবাগান সুপার জায়ান্টের খেলার দানা বাঁধছিল না আক্রমণ। নিজেদের মধ্যে পাস খেললেও আক্রমণে ছিল না প্রত্যাশা মতো ঝাঁঝ। অথচ খাতায় কলমে ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সেরা অ্যাটাকিং থার্ড রয়েছে সবুজ মেরুন শিবিরে। ফেরান্দোর বদলে অ্যান্টনিও লোপেজ হাবাস মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হয়ে আসার পর আক্রমনভাগের খেলা এখন অনেক সংঘবদ্ধ।

নিজেদের অর্ধে পাস খেলার পাশাপাশি প্রতিপক্ষের রক্ষণভাগেও সাবলীলভাবে পাস খেলতে পারছেন সবুজ মেরুন ফুটবলাররা। ছোট পাস খেলার ব্যাপারেও মুন্সিয়ানা দেখাতে শুরু করেছেন খেলোয়াড়রা।

 

Advertisements

অ্যান্টনিও লোপেজ হাবাস কড়া কোচ হিসেবে পরিচিত। তাঁর প্রশিক্ষণে শৃঙ্খল শেষ কথা। ফুটবলারদের খেলা আগের থেকে অনেক বেশি শৃঙ্খলায়িত। মরসুমের বেশিরভাগ সময়ে অফ ফর্মে থাকা আর্মান্দো সাদিকু-ও ফিরে পাচ্ছেন আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন সমগ্র মোহনবাগান সুপার জায়ান্ট স্কোয়াড।