সাতসকালে বাংলায় হানা ED-র, ফের নজরে শেখ শাহজাহান

বৃহস্পতিবার সাতসকালে ফের একবার বাংলায় হানা দিলেন ইডি (ED)-র আধিকারকরা। জানা গিয়েছে, আজ ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের মামলায় সন্দেশখালির একাধিক জায়গায়…

বৃহস্পতিবার সাতসকালে ফের একবার বাংলায় হানা দিলেন ইডি (ED)-র আধিকারকরা। জানা গিয়েছে, আজ ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের মামলায় সন্দেশখালির একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।

এদিন সকাল থেকেই সন্দেশখালির বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান শুরু করেছেন ইডির আধিকারিকরা। ইডি এই বিষয়ে পিএমএলএর অধীনে একটি মামলা দায়ের করেছিল। মোট চারটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। ইডির আধিকারিকরাআ দখলকৃত জমি সম্পর্কে তথ্য পেতে মাছ চাষি এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় একটি বাড়ি থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি একই জমি দখলের মামলায় পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। এই সর্বশেষ অভিযানগুলি ভূমি দখল কার্যক্রমে শাহজাহানের জড়িত থাকার অভিযোগে একটি নতুন এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট (ইসিআইআর) এর অংশ।