Mohun Bagan: কেরালা ব্লাস্টার্সকে হারানোর পর সুপার জায়ান্টের ‘মেডিক্যাল হেড’ দিলেন সুখবর

হঠাৎ করেই যেন বদলে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। তেল খাওয়ার মেশিনের মতো ছুটছে সবুজ মেরুন নৌকা। দলের ভালো খেলার পিছনে একাধিক কারণ থাকতে…

mohun bagan

হঠাৎ করেই যেন বদলে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। তেল খাওয়ার মেশিনের মতো ছুটছে সবুজ মেরুন নৌকা। দলের ভালো খেলার পিছনে একাধিক কারণ থাকতে পারে। একটি কারণের দিকে আলোকপাত করেছেন ক্লাবের চিকিৎসক।

বুধবার সন্ধ্যায় কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয় লাভ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। কেরালায় গিয়ে প্রতিপক্ষকে ৪-৩ গোলে জয় পেয়েছে বাগান। ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়ার পাশাপাশি লিগ শিল্ড জয়ের দাবি আর জোরালো করেছে সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচের নায়ক আর্মান্দো সাদিকু। জোড়া গোল করে দলকে জিততে সাহায্য করেছেন তিনি।

   

ম্যাচের পরে সোশ্যাল মিডিয়ায় মোহনবাগান সুপার জায়ান্টের অন্যতম চিকিৎসক নেলসন পিন্টো গুরুত্বপূর্ণ দিকে আলোকপাত করেছেন। কিছু দিন আগেও দল ছিল চোট সমস্যায় জর্জরিত। প্রায় প্রতি ম্যাচেই শোনা যেত কোনও না কোনও ফুটবলার চোটের কবলে পড়েছেন। যার ফলে খুব কম ম্যাচেই পূর্ণ শক্তি দল হাতে পেয়েছিলেন প্রাক্তন কোচ হুয়ান ফেরান্দো। বর্তমান কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের সময়ে বাগান থেকে কার্যত উধাও চোট সমস্যা।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে নেলসন পিন্টো জানিয়েছেন, ‘মেডিক্যাল হেড হিসেবে সব খেলোয়াড়কে ব্যাক টু ব্যাক ফিক্সচারের জন্য ফিট রাখার কাজ সহজ নয়। গত তিন ম্যাচে আমাদের কোনো ইনজুরি ছিল না। এটা সত্যি আনন্দের ব্যাপার। আমি আগেই বলেছিলাম প্রথমার্ধে আমাদের অনেক ইনজুরি ছিল। আমরা সমাধানের জন্য কাজ করেছি এবং এখন স্কোয়াড চোট মুক্ত।’