East Bengal : ফের বাংলাদেশে যেতে পারেন লাল হলুদ কর্তা

ফের বাংলাদেশ সফরে যেতে পারেন ইস্টবেঙ্গল (East Bengal) কর্তা। সম্প্রতি দেখা দিয়েছে এমন সম্ভাবনা। বসুন্ধরা গ্রুপের (Basundhara Group) কথা একাধিকবার কথা বলার পরেও করা হয়নি…

ফের বাংলাদেশ সফরে যেতে পারেন ইস্টবেঙ্গল (East Bengal) কর্তা। সম্প্রতি দেখা দিয়েছে এমন সম্ভাবনা। বসুন্ধরা গ্রুপের (Basundhara Group) কথা একাধিকবার কথা বলার পরেও করা হয়নি চূড়ান্ত কোনো ঘোষণা। প্রিয় ক্লাবের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সমর্থকরা।

মনে করা হচ্ছে বিনিয়োগকারী প্রসঙ্গে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন ক্লাব কর্তারা। বাংলা নববর্ষের আগে লাল হলুদ শিবির থেকে জানানো হয়েছিল দিন পনেরো আরও লাগতে পারে। সোমবার রাত পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে কোনো ঘোষণা করা হয়নি। বসুন্ধরা গ্রুপের সঙ্গে আগামী দিনে কতোটা সম্ভাবনা রয়েছে সে ব্যাপারে ফুটবল অনুরাগীদের মধ্যেও প্রশ্ন, আগ্রহ রয়েছে। ক্লাবের পক্ষ থেকে ফের বাংলাদেশে কেউ যাত্রা করলে জল্পনা আরও বাড়তে পারে।

   

বসুন্ধরা গোষ্ঠীর বিনিয়োগ করা বা না করার মাঝে রয়েছে দুই দেশের সরকার। ওপর বাংলার কোম্পানি যেমন তাকিয়ে রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। তেমনই ইস্টবেঙ্গল তাকিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। তবে ইনভেস্টর প্রসঙ্গে ক্লাবে দ্রুত সিদ্ধান্ত নিতে চাইলেও সব দিক বিবেচনা করে তবেই এগোনো হবে বলে মনে করা হচ্ছে। কারণ এ ব্যাপারে ক্লাবের অতীত অভিজ্ঞতা খুব একটা মধুর নয়।