CPIM: দেয়াল লেখক নবীন বাম সমর্থকদের ক্ষোভ ‘নেতারা ওয়াক ওভার দিচ্ছে’

টিকিট বিদ্রোহে জ্বলছে তৃণমূল ও বিজেপি। আর প্রার্থী চাই বলে ক্ষোভের আগুনে গরম হচ্ছে CPIM সমর্থক কর্মীরা। তবে বৈশিষ্ট অনুযায়ী বিক্ষোভ নয় বরং সংযত।  কবে…

টিকিট বিদ্রোহে জ্বলছে তৃণমূল ও বিজেপি। আর প্রার্থী চাই বলে ক্ষোভের আগুনে গরম হচ্ছে CPIM সমর্থক কর্মীরা। তবে বৈশিষ্ট অনুযায়ী বিক্ষোভ নয় বরং সংযত।  কবে বাম প্রার্থী?  সিপিআইএমের অন্দর থেকে ভেসে আসা বার্তা বৃহস্পতি বা শুক্রবার হবে ঘোষণা। প্রার্থী বাছা আগেই হয়েছে শুধু কংগ্রেসের তালিকার অপেক্ষা বলেই জানিয়েছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বুধবার পর্যন্ত যে তালিকা কংগ্রেস বের করেছে তাতে নেই পশ্চিমবঙ্গ।

সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নির্দেশ আর অপেক্ষা নয়। তাঁর নির্দেশ পেয়েই পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। বাম শাসিত কেরলে আগেই শুরু হয়েছে প্রচার।ত্রিপুরায় প্রধান বিরোধী দল সিপিআইএমের সাথে কংগ্রেসের রফা পাকা। এ রাজ্যের দুটি আসনের মধ্যে পশ্চিম ত্রিপুরায় কংগ্রেস ও পূর্ব ত্রিপুরায় বাম প্রার্থী থাকছেন। তবে পশ্চিমবঙ্গে জটিলতা বেশি। এ রাজ্যের ৪২টি আসনের মধ্যে বামফ্রন্টের শরিকদলগুলি যেমন থাকছে তেমনই কংগ্রেস ও আইএসএফের সঙ্গে সমঝোতা আছে।

সিপিআইএম রাজ্যকমিটি সূত্রে খবর, কংগ্রেসের জন্য নির্দিষ্ট আসনগুলি ছেড়ে বাম প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তবে একদফায় নয়। এমনই বার্তা আসতেই জেলায় জেলায় বিপুল উদ্দীপনা নিয়ে বাম সমর্থকরা দেয়াল লিখন শুরু করেছেন। প্রার্থীর নাম পরে বসানো হবে।

বাম সমর্থকদের ক্ষোভ প্রচার ও প্রার্থী নিয়ে দলীয় নেতাদের গড়িমসি চলছে। দেয়াল লিখতে লিখতে বাম সমর্থকদের গলা চড়ছে। তারা বলছেন, জনগণ ভোটের বাজারে দেখছে দুই দুর্নীতিগ্রস্ত দল তৃণমূল ও বিজেপির দ্বৈরথ। বামপন্থীদের প্রতি সহাুনুভূতির কারণে ব্রিগেডে জনসুনামি হয় তবে ভোট পড়ছে না এর কারণ নেতাদের দূর্বলতা।

চাপা ক্ষোভে ফুঁসছেন পার্টিকেই জীবন মনে করা নতুন প্রজন্মের বামপন্থীরা।  তারা বলছেন “তোলো আওয়াজ”। বিখ্যাত গণসঙ্গীতের আওয়াজ কি সিপিআইএমের রাজ্য দফতরের পৌঁচচ্ছে? এ রাজ্যে তারাই তো ছিল সাড়ে তিন দশকের শাসক।