Big Updates: অলিম্পিক লিও’র ফুটবলার আসছেন কলকাতার ক্লাবে

বাংলার হয়ে একমাত্র দল হিসেবে আই লিগে প্রতিনিধিত্ব করছে মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। খুব কাছে এসেও এইবারের আই লিগ জয় করতে পারেনি সাদাকালো বাহিনী ।…

Ousmane N’Diaye

short-samachar

বাংলার হয়ে একমাত্র দল হিসেবে আই লিগে প্রতিনিধিত্ব করছে মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। খুব কাছে এসেও এইবারের আই লিগ জয় করতে পারেনি সাদাকালো বাহিনী । এইবারের আই লিগের রেস কাটতে না কাটতেই পরবর্তী মরশুমের জন্য দল গোছানোর প্রস্তুতি নিয়ে ফেলেছে মহামেডান ।

   

গতকালই মিডফিল্ডার নুরিদ্দিন দাভরোনভকে দলে নিয়েছিল মহামেডান । এরপর ২৪ ঘন্টা না কাটতে না কাটতেই রক্ষণভাগের নতুন বিদেশি, প্রাক্তন অলিম্পিক লিওন একাডেমির ফুটবলার উসমানে এন’দিয়ায়ের সঙ্গে চুক্তি নিশ্চিত হয়েছে।

উসমানে এমন একজন ডিফেন্ডার যার লিগ ২, তুর্কি সুপার লিগ, মলদোভা শীর্ষ স্তর এবং কাজাখস্তান শীর্ষ লীগে খেলার অভিজ্ঞতা রয়েছে । ফরাসি লিগ 2 এ একশোর বেশি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন । প্রাক্তন এফসি সেরিফ রক্ষণভাগের এই অভিজ্ঞ ফুটবলারকে দলে নিয়ে মহামেডানের আই লিগ অভিযানের প্রস্তুতি জোরকদমে শুরু হতে চলেছে ।

অন্যদিকে তাদের রক্ষণভাগের দায়িত্বে থাকা সাহির শাহিন কি বাতিলের তালিকা কি না সে প্রশ্ন রয়েছে। সর্মথকরা এমন অভিজ্ঞ ফুটবলারকে সাদাকালো জার্সিতে দেখার অপেক্ষায় দিন গুনছেন ।