BJP: নেতাদের উপর ভরসা নেই সংগঠন চাঙ্গা করতে ফের রাজ্যে অমিত শাহ

দু’দিনের বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেবারেই বিজেপি (BJP) কর্মীদের চাঙ্গা করতে বলেছিলেন আসবেন তিনি। ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। বিজেপি সূত্রে…

Amit Shah in bengal

দু’দিনের বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেবারেই বিজেপি (BJP) কর্মীদের চাঙ্গা করতে বলেছিলেন আসবেন তিনি। ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ।

বিজেপি সূত্রে খবর, জুনের শেষ অথবা জুলাইয়ের প্রথম দিকে ফের বঙ্গ সফরে উপস্থিত হবেন অমিত শাহ। ২৪ এর নির্বাচনের আগে ২ থেকে ৩ মাস ছাড়াই উপস্থিত হবেন তিনি।

বিধানসভা নির্বাচনের এক বছর বাংলায় উপস্থিত হয়ে অমিত শাহ বিজেপির সংগঠন ক্রমাগত আলগা হয়েছে একথা টের পেয়েছেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি তিনি খুব ভালো করে জানেন। তাই শাসক দলের বিরুদ্ধে সুর চড়াতেই নিয়মিত আসতে চাইছেন।

এমনিতেও কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা ছিল কেন্দ্রের নেতাদের দিকে তাকিয়ে না থেকে বরং বুথ স্তর অবধি লড়াই করতে হবে। আমি আগামী দিনে স্বরাষ্ট্রমন্ত্রী না-ও থাকতে পারি। কিন্তু কথা দিচ্ছি, এক জন বিজেপি কর্মী হিসেবে বাংলার লড়াইতে সব সময়ে থাকব। আর সেই কথা মেনেই ফের বঙ্গ সফরে আসতে চলেছেন অমিত শাহ।

তাঁর কথায়, আগামী নির্বাচনে রাজ্যে ভাল ফল করতেই হবে। তার জন্য লড়াইয়ের মানসিকতা থাকা দরকার। যাঁরা ভাবছেন এমনি এমনিই সব হয়ে যাবে তাঁরা ঘরে বসে থাকুন। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন আগামী দিনে সংগঠনকে মজবুত করতে আরও বড় পরিকল্পনা নিতে হবে গেরুয়া শিবিরকে।