Qutub Minar: হিন্দুত্ববাদীদের দাবি কুতুব মিনারে নাম হোক বিষ্ণু স্তম্ভ

তাজমহলে মন্দির বিতর্কের মধ্যে আরও এক স্থাপত্যের দিকে নজর হিন্দুত্ববাদীদের। বিখ্যাত কুতুব মিনারের নাম বদল করতে হবে এমনই দাবিতে বিক্ষোভ শুরু হলো। হিন্দুত্ববাদীদের দাবি কুতুবমিনারের…

তাজমহলে মন্দির বিতর্কের মধ্যে আরও এক স্থাপত্যের দিকে নজর হিন্দুত্ববাদীদের। বিখ্যাত কুতুব মিনারের নাম বদল করতে হবে এমনই দাবিতে বিক্ষোভ শুরু হলো। হিন্দুত্ববাদীদের দাবি কুতুবমিনারের নাম হবে বিষ্ণু স্তম্ভ।

কুতুবমিনারের নাম বিষ্ণু স্তম্ভ করার দাবিতে মঙ্গলবার সকালে দিল্লির এই স্মৃতিসৌধের কাছেই বিক্ষোভ দেখায় হিন্দুত্ববাদী সংগঠন মহাকাল মানবসেবা প্রটেস্ট। আরও বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন এই প্রতিবাদ বিক্ষোভে অংশ নেয়।

বিক্ষোভের জেরে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীতে উত্তেজনার পারদ চড়তে থাকে। বেলা দশটার পর প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার হাতে বিক্ষোভকারীরা কুতুব মিনার চত্বরে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।

এর আগে দিল্লি বিজেপিও রাজধানীর হুমায়ুন রোড, ঔরঙ্গজেব লেন, আকবর রোড, তুঘলক লেনের মত পরিচিত রাস্তার নামবদলের দাবি তুলেছে। বিজেপি ওই সমস্ত রাস্তাগুলির নাম গুরু গোবিন্দ সিং, জেনারেল বিপিন রাওয়াত, মহারানা প্রতাপ ও বাল্মিকীর নামে রাখার প্রস্তাব দিয়েছে।

কুতুব মিনারকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে কিছুদিন আগেই। বিশ্ব হিন্দু পরিষদের দাবি, কুতুব মিনার চত্বরে অবস্থিত ২৭টি মন্দির নতুন করে নির্মাণ করতে হবে। এর আগেও কুতুব মিনার চত্বরে থাকা মন্দিরগুলির পুনর্নির্মাণের দাবিতে আদালতে গিয়ে ছিল বেশ কয়েকজন। তবে সেই আর্জি খারিজ হয়ে গিয়েছিল।

উল্লেখ্য, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় উপরের দিকেই রয়েছে কুতুবমিনার। ইটের তৈরি এই মিনারের মধ্যে এটি বিশ্বের দীর্ঘতম। ৭২.৫ মিটার উচ্চতা বিশিষ্ট এই মিনারে রয়েছে ৩৭৯ টি সিঁড়ি।