ইস্টবেঙ্গল (East Bengal) ছেড়ে চলে যেতে পারেন আরও এক ফুটবলার। আগামী মরশুমে ভারতের এই তারকা ডিফেন্ডারকে লাল হলুদ জার্সিতে না-ও দেখা যেতে পারে।
ফুটবল মহলে গুঞ্জন, আদিল খানকে দলে নিতে আগ্রহী আগ্রহী চেন্নাইয়ান এফসি। ৩৩ বছর বয়সী এই ফুটবলার ভারতের একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে।
গত ইন্ডিয়ান সুপার লিগে তিনি ছিলেন ইস্টবেঙ্গলে। দলের খারাপ পারফরম্যান্সের মধ্যেও আদিলের খেলা লাল হলুদ সমর্থকদের আস্থা অর্জন করতে পেরেছিল। যদিও সব ম্যাচে তাঁকে কাজে লাগাননি দায়িত্ব প্রাপ্ত কোচ।
সিনিয়র কেরিয়ারের শুরুর দিকে মোহন বাগানেও কিছু ম্যাচে খেলেছিলেন। পরিসংখ্যান অনুযায়ী সিনিয়র আদিল খান সবথেকে বেশি ম্যাচ খেলেছেন পুনে সিটির হয়ে। জাতীয় দলের হয়ে দশটির বেশি ম্যাচে নেমেছেন। গোল রয়েছে নামের পাশে ।