Mithai: ‘মিঠাই’কে ছাড়াই সাকসেস অদৃতের শো

পর্দায় মাখোমাখো প্রেম। কিন্তু বাস্তবে একে অপরকের মুখও দেখতে চান না মিঠাই ও সিদ্ধার্থ। প্যাকআপ হওয়ার সঙ্গে সঙ্গে সব সম্পর্কের ইতি। অদৃত-সৌমিতৃষার বন্ধুত্বে চিড় ধরেছে,…

adrit-show

পর্দায় মাখোমাখো প্রেম। কিন্তু বাস্তবে একে অপরকের মুখও দেখতে চান না মিঠাই ও সিদ্ধার্থ। প্যাকআপ হওয়ার সঙ্গে সঙ্গে সব সম্পর্কের ইতি। অদৃত-সৌমিতৃষার বন্ধুত্বে চিড় ধরেছে, অনেকদিন ধরেই এমন কথা শোনা যাচ্ছে। কিন্তু এবার তাঁদের সম্পর্কের তিক্ততা চোখে পরতে শুরু করেছে।

সম্প্রতি প্রয়াত গায়ক কৃষ্ণকুমার কুন্নাথকে (কেকে) শ্রদ্ধাজ্ঞাপন করতে নজরুল মঞ্চে সিডের ব্যান্ড ‘পোস্টার বয়েজ’-এর অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই বিশেষ দিনে আদৃতের পাশে ছিল তাঁর ‘মিঠাই’ পরিবার। কিন্তু এই লিস্টে ছিলেন না মিঠাই। তাই রিল লাইফে মিঠাইকে ছাড়া না চললেও, বিয়েল লাইফে গড়গড় করে এগোচ্ছে উচ্ছেবাবুর গাড়ি

এদিন কেকে-র একাধিক জনপ্রিয় গান শোনা গেল আদৃতার কণ্ঠে। তালিকায় ছিল ‘সাচ কেহ রাহা হ্যায় দিওয়ানা’ (রেহনা হ্যায় তেরে দিল ম্যায়), ‘লাবোঁ কো’ (ভুল ভুলাইয়া), ‘জারা সি’ (জন্নত), ‘অলভিদা’ (লাইফ ইন আ মেট্রো), ‘তু যো মিলা’ (বজরঙ্গী ভাইজান)-এর মতো একাধিক গান। উপস্থিত দর্শকেরাও ভাসলেন আবেগে।

নায়ক হিসেবে তো বটেই, গায়ক হিসেবেও আদৃত রায়ের সুখ্যাতি নেহাত কম নয়। এদিন অদৃতের মা জানান, ‘ ছেলের প্রথম প্যাশন মিউজিক। আর সবথেকে পছন্দের গায়ক কেকে। তাই যেদিন প্রিয় গায়কের মৃত্যু সংবাদ পেয়েছিল খুব ভেঙে পরে ছিল অদৃত।’