Babul Supriyo: রাজনীতি ছেড়েই দিয়েছিলাম, দিদি বলেছিলেন আমার প্রতি অন্যায় হয়েছে

বালিগঞ্জ বিধানসভার বিধায়ক হিসেবে বুধবার অবশেষে শপথ নিলেন বাবুল সুপ্রিয়। তাঁকে এরকম গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী করার জন্য তৃণমূল সুপ্রিমোকে ধন্যবাদ জানালেন। সেইসঙ্গে শপথ নিয়ে জট…

বালিগঞ্জ বিধানসভার বিধায়ক হিসেবে বুধবার অবশেষে শপথ নিলেন বাবুল সুপ্রিয়। তাঁকে এরকম গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী করার জন্য তৃণমূল সুপ্রিমোকে ধন্যবাদ জানালেন। সেইসঙ্গে শপথ নিয়ে জট পাকানোর জন্য রাজ্যপালকে এক হাত নেন তিনি।

বিধায়ক পদে শপথ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল সুপ্রিয় বলেন, ‘কুৎসার রাজনীতি করে জিতে যাওয়া কোনওভাবেই সম্ভব নয়। রাজনীতি ছেড়েই দিয়েছিলাম, দিদি সেইসময়ে বলেছিলেন আমার প্রতি অন্যায় হয়েছে। দিদি তখন বলেছিলেন জন প্রতিনিধিত্ব না ছাড়তে। কিন্তু আমি জবাব দিতে পেরেছি। ৮ বছর ধরে কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন কোনও কাজে খামতি ছিল না। আমাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে বাংলাকে বঞ্চনা করার কাজ করেছিল বিজেপি।’

এদিন বাবুল আরও বলেন, আগেই বালিগঞ্জে কাজ শুরু করেছি। কিন্তু আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলাম। মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই মানসিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছিলাম। যারা আমাকে ভোট দিয়েছেন আমি তাঁরও বিধায়ক, আর যারা আমাকে হারানোর চেষ্টা করেছে আমি তাঁরও বিধায়ক। আসানসোলের জন্য কাজ করবেন শত্রুঘ্ন সিনহা। দল না ছাড়লেও পদ না ছাড়ার দৃষ্টান্ত রয়েছে।’