BJP: তৃণমূলের গোপন কথা জানেন মিঠুন, সেকারণেই কোর কমিটিতে?

কয়েকমাস আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন ২১ জন বিধায়ক ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ রেখেছেন। আবার কিছুদিন আগে রাজ্য বিজেপির(BJP) সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে দাবি…

কয়েকমাস আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন ২১ জন বিধায়ক ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ রেখেছেন। আবার কিছুদিন আগে রাজ্য বিজেপির(BJP) সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে দাবি করেন ২১ জন এখনও তার সঙ্গে যোগাযোগে রয়েছে। সেই সংখ্যা কমেনি৷ এমনকি ব্যাক সাপোর্ট ছাড়া এই কথা বলছেন না বলেও দাবি করেন তিনি। সময় ঘুরতেই বিজেপির কোর কমিটিতে জায়গা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। 

মিঠুন চক্রবর্তীর সেই বক্তব্যকে কটাক্ষ করে তৃণমূলের নেতারা বলেছিলেন, বাজার গরম করতেই একথা বলছেন মহাগুরু। কিন্তু এখন মিঠুন চক্রবর্তীকে পদ দিতেই চোখ কপালে উঠেছে তৃণমূলের নেতাদের। তবে কী সত্যিই ২১ জন বিধায়ক দল বদলের জন্য পা বাড়িয়ে রেখেছেন? এই প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরেই। 

   

কারণ, একাধিক দুর্নীতিতে শাসক দলের বিধায়ক থেকে নেতা মন্ত্রীদের নাম জড়াতে শুরু করেছে। আগামী দিনে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আবার এই মুহুর্তে তৃণমূলের অন্দরে ক্ষোভ ক্রমাগত বেড়েই চলেছে। দলেরই কার্যকলাপ নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন তাপস রায়, তাপস চট্টোপাধ্যায়, সমীর পাঁজাদের মতো বিধায়করা। তবুও দলের দুর্দিনে থাকা নেতারা এত সহজে দল ছাড়বেন না বলেই মনে করছে তৃণমূল। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনীতি সম্ভাবনাময়। তাই যে কেউ যে কোনও সময় বড় চমক দিতে পারে বলে মনে করা হচ্ছে। বিজেপি নেতাদের কথামতো চলতি বছরেই বিরাট বদল হতে পারে রাজ্য রাজনীতিতে। পঞ্চায়েত নির্বাচনের আগে সেটারই প্রাণপন চেষ্টা করছে গেরুয়া শিবির। গত কয়েক দিনের বৈঠকে তার ব্লু প্রিন্ট তৈরি হয়েছে৷ এবার সক্রিয় ভূমিকায় বঙ্গ রাজনীতিতে দেখা যাবে মহাগুরুকে? প্রশ্ন রাজনৈতিক মহলে।