বর্তমানে দিন যত এগোচ্ছে ওয়েব সিরিজের (web series) রমরমা ততই বেড়ে চলছে নতুন প্রজন্মের কাছে। বাংলা হোক কিংবা হিন্দি কিংবা ইংলিশ, যেকোনো ভাষাতেই ওয়েব সিরিজ চলছে ব্যাপকভাবে।
বাংলা ওয়েবের দুনিয়ায় রোজ কিছু না কিছু সিরিজ মুক্তি পাচ্ছে ওটিটি জগতে। এই ওয়েব সিরিজ এমনই এক জায়গা যেখানে কিনা বড়পর্দা থেকে ছোটপর্দার সব ধরনের কলাকুশলিরা সমান প্রাধান্য পায়। তেমনই বাংলা ওয়েব সিরিজের নানান সিরিজের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য সিরিজ হল ‘হ্যালো’।
হ্যালোর পরপর ৩টি সিরিজ দর্শকদের কাছ থেকে সফলতা অর্জন করার পর “হ্যালো রিমেম্বার মি” নামে আবারও এক ওয়েব সিরিজ প্রকাশ পেতে চলেছে ওটিটিতে। “হ্যালো রিমেম্বার মি” ওয়েব সিরিজের ট্রেলার দেখে বোঝা যাচ্ছে আগে প্রকাশ পাওয়া ‘হ্যালো’ ওয়েব সিরিজের সাথে মিল রয়েছে।
এই ওয়েব সিরিজের মুখে ভূমিকায় অভিনয় করেছেন পায়েল সরকার, ইশা সাহা, লাবনী সরকার, সৌরভ হালদার এবং প্রমুখ। এই ওয়েব সিরিজটি মূলত তৈরী হয়েছে সমকামীতার বিষয়টিকে মাথায় রেখে। অভিমুন্য মুখার্জি পরিচালিত এই ওয়েব সিরিজটির প্রিমিয়ার হবে চলতি বছরের ২১শে অক্টোবর হইচইয়ে। সমকামিতা এবং সাসপেন্সে ভরা এই ওয়েব সিরিজটি আবারো দর্শকদের মন কাড়তে চলেছে বলে পরিচালকসহ সকল কলাকুশলীরা আশা করছেন।