Earthquack: ভয়াবহ ভূমিকম্পে কাঁপল জাপান, লাইনচ্যুত বুলেট ট্রেন

আবারও ভয়াবহ ভূমিকম্পে কাঁপল জাপান। জানা গিয়েছে, জাপানের রাজধানী টোকিওর কাছে বুধবার রাতে ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের জেরে অন্ততপক্ষে ৪ জন নিহত এবং…

আবারও ভয়াবহ ভূমিকম্পে কাঁপল জাপান। জানা গিয়েছে, জাপানের রাজধানী টোকিওর কাছে বুধবার রাতে ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের জেরে অন্ততপক্ষে ৪ জন নিহত এবং ৮৮ জন আহত হয়েছেন বলে খবর। অন্যদিকে কটি বুলেট ট্রেন লাইনচ্যুত হয়েছে। ইতিমধ্যে সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে জাপানের আবহাওয়া দফতর সুনামির সতর্কতা জারি করেছে। রিখটার স্কেলে কম্পনের পরিমাণ ৭.৩।

এছাড়া অন্ধকারে ডুবেছে জাপানের একাধিক শহর। জাপানের বুলেট ট্রেন অপারেটর সংস্থার তরফে জানানো হয়েছে, তোহোকুতে বুলেট ট্রেন লাইনচ্যুত হয়। সেই সময় ট্রেনে ১০০ জন যাত্রী ছিলেন। যদিও তাঁদের কেউ আহত হননি। জাপানের ইস্ট নিপ্পন কোম্পানির মতে, অনেক এক্সপ্রেসওয়ে যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ওসাকির তোহোকু এক্সপ্রেসওয়ে, মিয়াগির প্রিফেকচার এবং সোমা, ফুকুশিমার জোবান এক্সপ্রেসওয়ে।

জাপানের আবহাওয়া দফতর সূত্রে খবর, সমুদ্র থেকে ৬০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে জাপানের মিয়াগি ও ফুকুশিমা প্রিফেকচারে। সাধারণ মানুষকে উপকূলীয় এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। ফুকুশিমায় ভূমিকম্পের জেরে মৃত্যু হয়েছে দু’জনের।