BJP: দেউচায় শুভেন্দু-সুকান্তর মিছিল, দূরে থাকার বার্তা আদিবাসীদের

অমিত শাহের নির্দেশ পাওয়া মাত্রই সুর চড়াতে শুরু করেছে বঙ্গ বিজেপি একযোগে বীরভূমের দেউচার উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্য বিজেপি সভাপতি সুকাম্ত মজুমদার ও বিরোধী দলনেতা…

অমিত শাহের নির্দেশ পাওয়া মাত্রই সুর চড়াতে শুরু করেছে বঙ্গ বিজেপি একযোগে বীরভূমের দেউচার উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্য বিজেপি সভাপতি সুকাম্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বিজেপির দাবি স্থানীয় আদিবাসীদের সঙ্গে নিয়ে মিছিল হবে। এদিকে কয়লা খনি প্রকল্পের বিরোধী কিন্তু পাঁচামির আদিবাসীরা বলছেন আন্দোলন থেকে দূরে থাকুক বিজেপি।

এর আগে এলাকায় জমি দানের জন্য ক্ষতিপূরণ দিতে আদিবাসীদের বিক্ষোভের মুখে পালিয়ে আসেন প্রশাসনিক কর্মকর্তা ও তৃণমূল কংগ্রেস নেতারা।

   

জানা গিয়েছে, পাঁচামির যে জায়গায় বীরভূম জমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভার আন্দোলন চলছে সেখান থেকে অনেক দূরেই শেষ হবে বিজেপির মিছিল৷

বিজেপির বক্তব্য, আমরা চাই শিল্প খনি তৈরি হোক। কিন্তু আর একটা নন্দীগ্রাম যেন না হয়৷ স্থানীয় বাসিন্দাদের ক্ষতিপূরণ দিয়েই শিল্প আসুক বলেই দাবি জানাচ্ছেন তাঁরা। রাজ্য সরকার ইতিমধ্যেই ওই এলাকার আদিবাসীদের জন্য সরকারি প্যাকেজ ঘোষণা করেছে। আলাদা বাসস্থান এবং পরিবারের একজন করে চাকরির কথাও ঘোষণা করেছে। কিন্তু বিজেপির বক্তব্য, আদিবাসীদের অধিকার ছিনিয়ে নেওয়া চলবে না।

গত ২ এপ্রিল দলীয় কর্মসূচি থেকেই দেউচায় মিছিলের কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। দেউচা পেট্রোল পাম্প এলাকা থেকে মথুরানগর এলাকা অবধি চলবে মিছিল। বৃহৎ আকারের মিছিল করে সরকারকে বিশেষ বার্তা দিতে চায় বিজেপি।

কলকাতায় বিশ্ব বাণিজ্য সম্মেলন চলাকালীন দেউচায় গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেবার বীরভূম জমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভাকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন তিনি। তাঁর বক্তব্য ছিল, তাঁদের অনুমতি থাকলে তবেই বিজেপি নেতৃত্ব আন্দোলনে যোগ দেবে। এমনকি আন্দোলনকারীদের ব্যানারেই কর্মসূচি চলবে বলেও দাবী করেন শুভেন্দু অধিকারী। যদিও এখনও অবধি বীরভূম জমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভার আন্দোলন মঞ্চ থেকে কোনও উত্তর মেলেনি।