ATK Mohun Bagan : এএফসি কাপে বাগানের পথের কাঁটা হয়ে উঠতে চলেছে এই দল, জানুন বিস্তারিত

আগামী ১৮ ই মে থেকে শুরু হচ্ছে এএফসি কাপের মূলপর্বের গ্রুপ ডি’র ম‍্যাচ,গ্রুপে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) সাথে রয়েছে গত আইলিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা,…

Mohun Bagan

আগামী ১৮ ই মে থেকে শুরু হচ্ছে এএফসি কাপের মূলপর্বের গ্রুপ ডি’র ম‍্যাচ,গ্রুপে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) সাথে রয়েছে গত আইলিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা, গত বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং গত ধিবেহী প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মাজিয়া।নিঃসন্দেহে এতো চ‍্যাম্পিয়ান’দের উপস্থিতিতে এক দুরন্ত লড়াই দেখতে চলেছি আমরা সেই কথা বলাই বাহুল‍্য।

ফুটবল বিশেষজ্ঞরা উল্লেখিত গ্রুপের অন‍্যতম ফেবারিট মনে করছে এটিকে মোহনবাগান’কে।তবে সবুজ মেরুন শিবির’কে দারুণ চাপে ফেলতে পারে বাংলাদেশের বসুন্ধরা কিংস।

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে আছে বসুন্ধরা,লিগের শীর্ষে আছে তারাই।অস্কার ব্রুজোনের কোচিনাধীন এই দলের ছেলেরা বর্তমানে জোরকদমে প্রস্তুতি সারছে অত্যাধুনিক বসুন্ধরা কিংস এরিনাতে।বেশ শক্তিশালী দল বানিয়েছেন তারা এএফসি’র কথা মাথায় রেখে।

বাংলাদেশের এই ক্লাবের হয়ে দারুণ পারফরম্যান্স দিচ্ছেন ব্রাজিলের উইঙ্গার রবসন রবিনহো ও ইরানের ডিফেন্ডার খালেদ শাফিয়েই।গতমাসে দলে যোগ দিয়েছেন গাম্বিয়ার ফরোয়ার্ড নুহা মারোং, ব্রাজিলের মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরা।

দুরন্ত ফর্মে আছেন বসুন্ধরা কিংসের অধিনায়ক রবিনহো,এখনো অবধি বাংলাদেশ লিগে ১১টি গোল ও সাতটি অ্যাসিস্ট করেছেন তিনি।দলের নতুন ফুটবলার মিগুয়েল ইতিমধ্যে তিন ম্যাচ খেলে তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন।

গত সোমবার বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে এলিটা কিংসলে’কে,এই নাইজেরিয়ান বংশোদ্ভূত ফুটবলার’কে বাংলাদেশী খেলোয়াড় হিসেবে খেলানোর অনুমতি দিয়েছে এএফসি’র তরফে।সব মিলিয়ে ২১ শে মে যুবভারতীতে মোহনবাগানের বিরুদ্ধে তারা যে দারুণ লড়াই দেখা যাবে সে বিষয়ে একপ্রকার নিশ্চিত থাকা যায়।