UP Election 2022: অখিলেশের সাইকেলে চেপে প্রচারে যাচ্ছেন মমতা

উত্তরপ্রদেশে ভোট উত্তাপ (UP Election 2022) বাড়াতে এবার যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ৮ ফেব্রুয়ারি তিনি লখনউ যাচ্ছেন বলে জানালেন সমাজবাদী পার্টির…

UP Election 2022: অখিলেশের সাইকেলে চেপে প্রচারে যাচ্ছেন মমতা

উত্তরপ্রদেশে ভোট উত্তাপ (UP Election 2022) বাড়াতে এবার যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ৮ ফেব্রুয়ারি তিনি লখনউ যাচ্ছেন বলে জানালেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ (Kiranmoy Nanda)।

মঙ্গলবার কালিঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন অখিলেশ যাদবের (Akhliesh Yadav) এই দূত। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে বলেন, ‘মমতা অখিলেশ ভার্চুয়ালি যৌথ সাংবাদিক বৈঠক করবেন। উত্তরপ্রদেশে লড়বে না তৃণমূল। বারাণসীতেও অখিলেশ যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক হবে। অখিলেশ বিজেপি-কে হারাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চেয়েছিলেন। মমতা নিজেই সময় দিয়েছেন।’

নন্দ আরও বলেন, ‘উত্তরপ্রদেশে ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় সমাজবাদী পার্টি। নির্বাচন কমিশনের জারি করা নিষেধাজ্ঞার জন্যই এই ভার্চুয়াল বৈঠক করবেন মমতা ও অখিলেশ। লখনউয়ে দলীয় দফতর ঘিরে রাখা হয়েছে। রাজ্যে প্রায় ২৫০০ কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। নরেন্দ্র মোদী বিরোধী জাতীয় মুখ মমতা।’

Advertisements

সম্প্রতি অখিলেশ যাদব (Akhilesh Yadav) বলেছেন, এই বিধানসভা নির্বাচনে সপা ৪০০ টি আসন পাবে। তিনি বলেন, ওম প্রকাশ রাজভর আমাদের সঙ্গে এসেছেন, স্বামী প্রসাদ মৌর্য এসেছেন (Swami Prasad Maurya)। আরএলডির সঙ্গে আমাদের জোট হয়েছে।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সভায় চেয়ার ভরছে না, অথচ অখিলেশ যাদবের সভায় মানুষের ভিড় উপচে পড়ছে।’ উল্লেখ্য, অখিলেশ যাদব সপা-র রাজ্যসভার সাংসদ এবং প্রবীণ অভিনেতা জয়া বচ্চনকে (Jaya Bacchan) ২০২১ সালের ভোটের আগে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারের জন্য বাংলায় দলের দূত হিসাবে পাঠিয়েছিলেন।