SC East Bengal : অভিমানী রেনেডি সিং গোয়ার হোটেল ছেড়ে চলে গিয়েছেন

হোসে মানুয়েল দিয়াজের চলে যাওয়ার পর এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) অন্তবর্তীকালীন হেডকোচ ছিলেন রেনেডি সিং। তিন ম্যাচের জন্য দায়িত্ব পেয়েছিলেন এবং প্রাক্তন ভারত অধিনায়ক…

SC East Bengal

হোসে মানুয়েল দিয়াজের চলে যাওয়ার পর এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) অন্তবর্তীকালীন হেডকোচ ছিলেন রেনেডি সিং। তিন ম্যাচের জন্য দায়িত্ব পেয়েছিলেন এবং প্রাক্তন ভারত অধিনায়ক কতকটা আফশোসের সুরে রেনেডি সিং বলেছিলেন, “মাত্র তিন ম্যাচের জন্য দলের দায়িত্ব পেয়েছি।”

সীমিত সামর্থ্যের মধ্যে তিন ম্যাচে চলতি আইএসএলের লাস্ট বয় এসসি ইস্টবেঙ্গল রেনেডি সিং’র কোচিং দুটি ম্যাচ ড্র করেছিল।প্রাক্তন লাল হলুদ ফুটবলারেরাও রেনেডি সিং’র কোচিং পারফরম্যান্সের তারিফ করে বলেছেন,আগেই রেনেডি সিং’কে দলের দায়িত্ব দেওয়া উচিত ছিল।

তিন ম্যাচে শেষে লাল হলুদ শিবিরের হেডকোচ এখন মারিও রিভেরা। এমন আবহে রেনেডি সিং’কে একেবারে হাতছাড়া করতে চায়নি এসসি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। মারিও রিভেরার সহকারী হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয়েছিল লাল হলুদের প্রাক্তন অন্তবর্তীকালীন হেডকোচ রেনেডি সিং’কে।

কিন্তু রেনেডি সিং ওই প্রস্তাব সরাসরি খারিজ করে জানিয়ে দেয় তিনি মারিও রিভেরার সহকারী হিসেবে কাজ করবেন না। একরাশ অভিমান নিয়ে গোয়ার হোটেল ছেড়ে বেরিয়ে পড়েন এসসি ইস্টবেঙ্গলের প্রাক্তন অন্তবর্তীকালীন হেডকোচ রেনেডি সিং।

যদিও দায়িত্বতে থাকার সময়ে অন্তবর্তীকালীন হেডকোচ রেনেডি সিং’র অন দ্য ফিল্ড (ম্যাচ চলাকালীন) উৎসাহ,উদ্দীপনা,দলের প্রতি ভালবাসা এবং জেতার খিদে নিয়ে খেলোয়াড়দের পজিশন মুভমেন্ট নিয়ে ম্যাচ চলাকালীন খেলার টেনশনের মুহুর্তে অতল সাগরে ডুব দেওয়া লাল হলুদ সমর্থক এবং প্রাক্তনীদের ‘দিল'(মন) জিতে নিয়েছে।