Mario Rivera: ‘মরসুমের মাঝখানে দায়িত্ব নেওয়া সবসময়ই কঠিন’

Sports desk: চলতি ইন্ডিয়ান সুপার লীগে(ISL) এসসি ইস্টবেঙ্গল (SC EASTBENGL) টানা ৮ ম্যাচে জয়হীন থাকার পরে হোসে মানুয়েল দিয়াজ পদত্যাগ করে দেশে ফিরে যান। তিন…

Sports desk: চলতি ইন্ডিয়ান সুপার লীগে(ISL) এসসি ইস্টবেঙ্গল (SC EASTBENGL) টানা ৮ ম্যাচে জয়হীন থাকার পরে হোসে মানুয়েল দিয়াজ পদত্যাগ করে দেশে ফিরে যান। তিন ম্যাচের জন্য লাল হলুদ শিবিরের অন্তবর্তীকালীন হেডকোচ ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক রেনেডি সিং। দিয়াজের জায়গায় উয়েফা প্রো লাইসেন্সপ্রাপ্ত স্প্যানিয়ার্ড কোচ মারিও রিভেরাকে নিয়ে আসা হয়েছে।

এখন পর্যন্ত ১১ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে লাস্ট বয় হয়ে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। টুর্নামেন্টের প্রথম লেগে কোনও জয় না পেলেও এ বার দ্বিতীয় লেগে জয় চাইছে লাল হলুদ বিগ্রেড। গত ISL এবং চলতি মরসুমে মিলে টানা ১৫ ম্যাচে জয়ের মুখ দেখেনি এসসি ইস্টবেঙ্গল।

এমন এক খারাপ সময়ে লাল হলুদ বিগ্রেডের হেডস্যার মারিও রিভেরা বুধবারের ম্যাচের আগে মঙ্গলবার প্রি ম্যাচ কনফারেন্সে এসে নিজের ফুটবল দর্শন এবং এই দর্শনের সঙ্গে দলের হালফিলের পারফরম্যান্স নিয়ে খোলামেলা আলোচনায় বিভিন্ন ইস্যুতে মুখ খুলেছেন। মারিও রিভেরা বলেন,”আমার প্রথম লক্ষ্য হল দলের মেজাজ পরিবর্তন করা। আপনি যখন মরসুমের মাঝামাঝি সময়ে দলে আসেন, তার মানে দলটি ভালো করছে না। খেলোয়াড়দের মানসিক অবস্থা ভালো করার চেষ্টা করব।”

রিভেরার কথায়,”দল আগের থেকে অনেক ভাল অবস্থায় আছে,এখন খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনতে হবে।”

বিপক্ষের বিরুদ্ধে বল পায়ে আক্রমণের প্রসঙ্গে লাল হলুদ হেডকোচের ফুটবল দর্শন হল,”আমি টোটাল ফুটবল পছন্দ করি, আমি আক্রমণ করতে পছন্দ করি এবং আমরা সেই দিকটিতে নিজেদের উন্নতি করার চেষ্টা করব।”

এফসি গোয়ার বিরুদ্ধে দল যে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে পারবে না এটা প্রি ম্যাচ কনফারেন্সে এসে বুঝিয়ে দিয়েছেন লাল হলুদ হেডস্যার রিভেরার।তার কথায়,”আগামীকালের খেলায়ও কিছু খেলোয়াড় অনুপস্থিত থাকবে।”

ফুটবল মরসুমের মাঝপথে এসসি ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছেন স্প্যানিয়ার্ড মারিও রিভেরা। এই নিয়ে রিভেরার সাফ কথা,”মরসুমের মাঝখানে দায়িত্ব নেওয়া সবসময়ই কঠিন কারণ খেলোয়াড়দের জানার জন্য আপনার কাছে খুব কম সময় থাকে। এত অল্প সময়ের মধ্যে পরিবর্তন করা সহজ নয়।”

আগামীকাল অর্থাৎ বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ লাল হলুদ বিগ্রেডের। এই ম্যাচ নিয়ে নব নিযুক্ত লাল হলুদ হেডকোচ রিভেরার কি পরিকল্পনা? এই নিয়ে তিনি বলেন,” প্রথমত, আমি চেষ্টা করব এবং দলের চেতনা অটুট রাখব। খেলোয়াড়রা শেষ কয়েক ম্যাচে তাদের সব দিয়েছেন। কিন্তু ফুটবলে ভারসাম্য থাকতে হবে রক্ষণ ও আক্রমণে এবং ম্যাচ জিততে হলে প্রতিপক্ষের চেয়ে ভালো হতে হবে।”ব্রাজিলিয়ন স্ট্রাইকার প্রসঙ্গে হেডকোচ মারিও রিভেরা পজিশন ক্লিয়ার করে জানিয়েছেন,”মার্সেলো রিবেইরো ডস সান্তোস এই ম্যাচের জন্য উপলব্ধ নেই, কারণ তিনি এখনও শুরু করার জন্য প্রস্তুত নন।”

চলতি ISL’র বিগত চার ম্যাচে যে লড়াই করেছে এসসি ইস্টবেঙ্গল, তা আশা জাগানোর মতোই। শুধু মাত্র ভাল ফরোয়ার্ডের অভাবে গোল ও জয় পাচ্ছে না লাল হলুদ শিবির। অন্তর্বর্তীকালীন হেডকোচ রেনেডি সিং দলের রক্ষণে অনেক উন্নতি এনে দিয়েছেন। এ বার রিভেরার কাজ দলের আক্রমণ বিভাগকে শক্তিশালী ও তৎপর করে তোলা, যাতে তারা উইনিং ট্র‍্যাকে ফিরতে পারে।