Covid 19: করোনার কারণে সাধারণতন্ত্র দিবস অতিথি বিহীন

করোনা (Covid 19) সংক্রমণের জেরে এবারও সাধারণতন্ত্র দিবস উদযাপনে কোনও প্রধান অথিতি থাকছেন না। দর্শকের সংখ্যা ২৪ হাজারের পরিবর্তে কমিয়ে ১৯ হাজার করার সিদ্ধান্ত নেওয়া…

করোনা (Covid 19) সংক্রমণের জেরে এবারও সাধারণতন্ত্র দিবস উদযাপনে কোনও প্রধান অথিতি থাকছেন না। দর্শকের সংখ্যা ২৪ হাজারের পরিবর্তে কমিয়ে ১৯ হাজার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশে করোনা এবং ওমিক্রনের সংক্রমণ বেড়ে চলার কারণেই সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে কোনও বিদেশি অতিথি আসছেন না। উল্লেখ্য, ২০২১ সালে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। শেষ পর্যন্ত করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসন তাঁর প্রস্তাবিত ভারত সফর বাতিল করেছিলেন।

স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে চলতি বছরের সাধারণতন্ত্র দিবসে এশিয়ার পাঁচটি দেশের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। স্বাধীনতার পর এই প্রথম পাঁচ দেশের শীর্ষ নেতাদের একইসঙ্গে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু করোনা ও ওমিক্রন আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় শেষ পর্যন্ত ওই পাঁচ দেশ থেকে কোন অতিথি আসছেন না। আমন্ত্রিত ৫টি দেশ কিরঘিজস্তান, তাজাকিস্তান কাজাখস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান।

জানা গিয়েছে এর আগেও তিনবার কোনও বিদেশি অতিথি ছাড়াই সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ হয়েছিল। ১৯৫২, ১৯৫৩ এবং ১৯৬৬ সালে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে কোনও প্রধান অতিথি ছিলেন না।

করোনার সংক্রমণ বৃদ্ধির কারণেই জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরশাহি সফর বাতিল করা হয়েছে। এমনকী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভিয়েতনাম সফরও বাতিল হয়েছে। করোনার জেরেই জানুয়ারিতে গুজরাটের মেগা শিল্প সম্মেলনও বাতিল হয়ে গিয়েছে।