মমতা বনাম মীনাক্ষী: ধর্মতলায় রেকর্ড জমায়েত করতে মরিয়া সিপিআইএম

শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্নীতি বিরুদ্ধে সরব হয়ে এবং আনিস খানের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে ইনসাফ সভা গিয়ে দাঁড়িয়েছে মমতা (Mamata Banerjee) বনাম মীনাক্ষীর (Minakshi…

Minakshi Mukherjee

শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্নীতি বিরুদ্ধে সরব হয়ে এবং আনিস খানের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে ইনসাফ সভা গিয়ে দাঁড়িয়েছে মমতা (Mamata Banerjee) বনাম মীনাক্ষীর (Minakshi Mukherjee) লড়াইতে। মঙ্গলবার ধর্মতলা অভিযানের ডাক দিয়েছে সিপিআইএমের (CPIM) ছাত্র-যুব সংগঠন৷পুলিশের অনুমতি না মেলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার সিদ্ধান্ত বদল করতে হয়। এবার ওয়াই চ্যানেলে মিছিল করবে বাম নেতৃত্ব৷

পার্ক স্ট্রিট থেকে মিছিল করে ওয়াই চ্যালেন অবধি উপস্থিত হবে বাম ছাত্র-যুব নেতৃত্ব৷ এছাড়াও শিয়ালদহ এবং হাওড়া থেকেও মিছিল বের হয়ে উপস্থিত হবে ওয়াই চ্যানেলে৷ শেষ মুহুর্তে বামেদের সভাস্থল বদল নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে৷

   

Cpim youth leader Minakshi Mukherjee is new face against mamata banerjee

যদিও শুরু থেকেই ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশের জন্য ডাক দিয়েছিল বাম ছাত্র-যুব নেতৃত্ব৷ সেজন্য লালবাজারে পুলিশের সঙ্গে ঘন্টাখানেক বৈঠক করেন মীনাক্ষী মুখার্জি ও বাম নেতারা। তাতেও জট কাটেনি৷ বরং সভাস্থল নিয়ে নিজেদের দাবিতে বাম ছাত্র-যুবরা অনড় থাকতেই আন্দাজ করা হচ্ছিল উত্তপ্ত হতে পারে কলকাতা৷

এদিকে জেলায় জেলায় একাধিক কর্মসূচির মাধ্যমে ইনসাফ সভার জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে বাম শিবির। বিভিন্ন জেলা থেকে সমর্থক কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে শেষ মুহুর্তে সভাস্থল বদল নিয়ে ব্যাকফুটে বাম। তবে জমায়েত হবে রেকর্ড এমনই বার্তা দিচ্ছে বাম শিবির।
রাজনৈতিক মহলের ধারণা, বিধানসভায় বামেদের বিপর্যয়ের পরেও বাম ছাত্র-যুবরা আন্দোলনের মাধ্যমে এখনও অবধি কর্মীদের উজ্জীবিত করে রেখেছেন, তাতে মঙ্গলবার নেতৃত্বের বার্তা বুস্টার ডোজ হতে চলেছে।