Lifestyle: রাতের পর রাত জেগে কাটাচ্ছেন! জানুন কি করলে আসবে ঘুম

119
lifestyle Tips to Fall Back Asleep After Waking Up at Night

Lifestyle Tips: রাতে ঘুম থেকে উঠে খাওয়ার অভ্যাস রয়েছে! থাকলে আজই ত্যাগ করুন। নাহলে জীবনে নেমে আসতে পারে চরম দুর্গতি, বিশেষজ্ঞদের মত এমনটাই। কথায় আছে রাতের ঘুম বড় ঘুম। কারণ স্বাভাবিক ভাবেই সারাদিনের খাটনির পড়ে ক্লান্ত হয়ে থাকে আমাদের শরীর। শুধু শরীর নয়, পাশাপাশি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্লান্ত হয়ে থাকে। ঠিক সেই কারণেই হাই ওঠে, অনেকেই ভাবেই ঘুম পেয়েছে বলে হাই ওঠে। তা কিন্তু একেবারেই নয়, বরং হাই আপনাকে জানান দেয় আপনি ক্লান্ত এবার বিশ্রামের প্রয়োজন।

তবে অনেকেই আছেন যাদের হাই উঠলেও ঘুমানোর সময় আর ঘুম আসে না। আর জেগে জেগে সারা রাত পার করার মতো অভিজ্ঞতা যার আছে সে ভালো করেই জানে কতটা কষ্টের বিষয় সেটি। যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ইনসমনিয়া বা অনিদ্রা। আর স্বাভাবিক ভাবেই রাতের ঘুম ঠিক ভাবে না হলে সারা দিনের কাজকর্মে ব্যাঘাত ঘটে, পিছু ছাড়ে না ক্লান্তি। পাশাপাশি শরীরে বাসা বাঁধতে শুরু করে নানা ধরনের রোগ। যার মধ্যে প্রধান হল উচ্চ রক্তচাপ। তাই অনেকেই ঘুমের ওষুধে ভরসা রাখেন, কিন্তু জানেন কি নিজের অজান্তেই ডেকে আনছেন বিপদ।

তাই ঘুমের সময় এই কতগুলি কাজ না করাই ভালো। যেমন ঘুমোতে যাওয়ার সময় হাতের কাছে মোবাইল রাখবেন না। এমন কিছু দেখবেন না যা আপনার মনে ভয়ের সঞ্চার ঘটাবে। আর ঘুমের মধ্যে উঠে খাওয়ার অভ্যাস থাকলে তা আজই ত্যাগ করুন। পাশাপাশি খাওয়া যেতে পারে গরম দুধ, ডিম, মুরগির মাংস জাতীয় খাবার। শুধু তাই নয়, ঘুমনোর কমপক্ষে তিন ঘণ্টা আগে রাতের খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।