Hanskhali: মমতার হয়ে ‘ড্যামেজ কন্ট্রোলের’ চেষ্টা কুণালের

সম্প্রতি হাঁসখালির নাবালিকা খুন-ধর্ষণের ঘটনা নিয়ে মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্যের কার্যত নিন্দা করে সরব হয়েছিলেন অনেকে। এবার কার্যত…

সম্প্রতি হাঁসখালির নাবালিকা খুন-ধর্ষণের ঘটনা নিয়ে মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্যের কার্যত নিন্দা করে সরব হয়েছিলেন অনেকে। এবার কার্যত দলীয় সুপ্রিমের মন্তব্যের ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় নামলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে কুণাল বলেন, ‘ধর্ষণ খারাপ ঘটনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন। মমতার নেতৃত্বে বাংলার মহিলারা সুরক্ষিত। হাথরস, উন্নাওয়ে নির্যাতিতার বাড়ির লোককেও খুন করা হয়েছে। কারা করেছেন সবাই জানে। কিন্তু মমতার নেতৃত্বে বাংলার মহিলারা সুরক্ষিত রয়েছে। হাঁসখালির ঘটনার সঙ্গে জড়িতদের ছাড়া হবে। এখানে কাউকে আড়াল করা হচ্ছে না। বিরোধীদের বলব এই নিয়ে রাজনীতি করবেন না। রং না দেখে গ্রেফতার করছে পুলিশ।’ মোদী সরকারের রিপোর্টে বাংলা নিরাপদ। কলকাতা নিরাপদতম মহিলাদের জন্য।

   

সিপিআইএমকে এক হাত নিয়ে কুণাল ঘোষ বলেন, ‘জমি দখলের জন্য নারী নির্যাতন করত সিপিএম। বাম জমানায় অধ্যাপিকা নিখোঁজ হয়েছেন তার তদন্ত হয়নি।’