পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভাগবতকে চ্যালেঞ্জ শিবসেনার

 অখণ্ড ভারত গঠনের কথা পরে বলবেন। ক্ষমতা থাকলে সবার আগে পাক অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে আনুন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতকে সরাসরি এই চ্যালেঞ্জ ছুঁড়ে…

 অখণ্ড ভারত গঠনের কথা পরে বলবেন। ক্ষমতা থাকলে সবার আগে পাক অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে আনুন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতকে সরাসরি এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সঙ্ঘ প্রধান ভাগবত বলেন, আগামী ১৫ বছরের মধ্যেই অখণ্ড ভারত নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। দেশবাসী আর ১৫ বছর পর অখণ্ড ভারত দেখতে পাবেন।

ভাগবত বলেন, জ্যোতিষীরা জানিয়েছেন, ২০ থেকে ২৫ বছরের মধ্যেই অখণ্ড ভারত গড়ে উঠবে। কিন্তু যদি আমরা সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিই তাহলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যেই গড়ে উঠবে অখণ্ড ভারত। এদিন ভাগবতের ওই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। শিবসেনা নেতা বলেন, কেউ অখণ্ড ভারত নির্মাণ করতে চাইলে সবার আগে তাঁর উচিত পাক অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে আনা। ভূস্বর্গ থেকে ভিটেমাটি হারিয়ে অন্যত্র চলে যাওয়া কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে আনা। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করা। সেটা কার্যকর করা হলে শিবসেনাও অখণ্ড ভারত নির্মাণে সাহায্যের হাত বাড়িয়ে দেবে।

রাউত আরও বলেন, শুধু পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করলেই চলবে না, যে সমস্ত দেশ একসময় ভারতের অন্তর্ভুক্ত ছিল তাদেরও ভারতে ফিরিয়ে আনতে হবে। যিনি অখণ্ড ভারত গঠন করার কথা বলছেন দেখি তিনি কীভাবে এই কাজগুলি করেন। তিনি যদি এই কাজ করতে পারেন তবে আমরাও তাঁকে সব ধরনের সাহায্য করবো।