Hanskhali Rape: বেসুরো সৌগত, হাঁসখালি ধর্ষণ প্রসঙ্গে বললেন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে লজ্জার ঘটনা

যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে একটা ঘটনা ঘটলেও তা লজ্জার’, হাঁসখালিকাণ্ড নিয়ে বিস্ফোরক তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তাঁর মন্তব্যে দল বিব্রত হতে শুরু করেছে।…

যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে একটা ঘটনা ঘটলেও তা লজ্জার’, হাঁসখালিকাণ্ড নিয়ে বিস্ফোরক তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তাঁর মন্তব্যে দল বিব্রত হতে শুরু করেছে।

দমদমের তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় মহিলাদের ওপর অত্যাচারে কঠোরতম শাস্তির দাবি করেছেন।

   

তাঁর মন্তব্যের প্রতিক্রিয়ায় সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী জানান, সৌগতবাবু মেনে নিলেন রাজ্যে মহিলাদের উপর লাগাতার আক্রমণ চলছে এবং পুলিশ প্রশাসন ব্যর্থ। তিনি বলেন, অধ্যাপক রায় আসলে মুখ্যমন্ত্রীর প্রেগন্যান্ট, লাভ অ্যাফেয়ার তত্ত্বকেই খারিজ করে দিয়েছেন।

নদিয়ার হাঁসখালিতে কিশোরীকে গণধর্ষণ ও পুড়িয়ে মারার অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত চলছে। মূল অভিযুক্ত ধৃত। সে স্থানীয় টিএমসি নেতার ছেলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দল না দেখে তদন্ত করতে।

এর পর হঠাৎ সৌগত রায়ের মন্তব্য করায় রাজনৈতিক মহলে আলোড়ন। মনে করা হচ্ছে টিএমসির উপর মহলে ফাটল আরও চওড়া হলো।

অন্যদিকে বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে বিধানসভা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, গত কয়েকদিনে রাজ্যে যে সব ঘটনা ঘটেছে, তাতে তিনি উদ্বিগ্ন।

রাজ্যপালের অভিযোগ, রাজ্যে অপরাধমূলক কাজকর্ম বাড়ছে। তিনি বলেন,আমার জন্য এটা খুব সমস্যার হয়, যখন লোকজন বলেন, পশ্চিমবঙ্গ দুর্নীতির আস্তানা।