দল গঠনে ইস্টবেঙ্গল-মোহনবাগানকে টেক্কা দিচ্ছে Khidirpur FC

khidirpur sporting club

আসন্ন কলকাতা লীগের জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে খিদিরপুর এফসি (Khidirpur FC)৷ কলকাতা লিগকে সামনে রেখে মোহনবাগান, মহামেডান গুছিয়ে দল গড়ছে৷ অন্যদিকে, বিনিয়োগকারী জটিলতার জটে লাল-হলুদ শিবির৷ সেই জায়গায় দাড়িয়ে দল গড়ার কাজ চালিয়ে যাচ্ছে খিদিরপুর এফসি৷

এবারের লিগকে সামন রেখে কেমন দল করল তারা? একবার দেখে নেওয়া যাক৷ এই মরশুমে দলের দায়িত্ব নিয়েছেন ময়দানের পরিচিত আকাশ দাস৷ কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে দেবরাজ চ্যাটার্জিকে৷ যিনি গত কয়েক বছর ধরে কলকাতা লিগের প্রথম ডিভিশনের দল পাঠচক্রে ছিলেন৷ গোলকিপার কোচ হিসেবে আছেন দিলীপ পাল, ফিজিক্যাল ট্রেনার হিসেবে আছেন সৌনক ভট্টাচার্য(ঋষি) ।

   

দলের গোলরক্ষক হিসেবে আছেন প্রিয়ান্ত সিং বাংলা এবং মহামেডান ফুটবলার কস্তুর দাস, শুভঙ্কর দত্ত দুই তরুণ গোলকিপার এবং সৌরভ চক্রবর্তী আরেকজন অভিজ্ঞ গোলরক্ষক । সাইডব্যাক অভীক গুহ, ফারুক হোসেন, কবীর মল্লিক, সুরজিত সাহা এবং সন্তু সিং। স্টপার হিসেবে আছেন গুরমীত সিং, সেখ মুস্তাফা এবং অভীক ওঁরাও। উইঙ্গার প্রসেনজিৎ চক্রবর্তী, দেবজিত বসাক, অর্ঘ রায় এবং সুনীল কর্মকার। স্ট্রাইকার মহম্মদ ফারিদ,তন্ময় কুন্ডু,দীপক ছেত্রী এবং সোমনাথ নায়েক। বিদেশি হিসেবে ডিক্সন, বেঞ্জিমা এবং অ্যাডামা।

দলে বড় চমক বলতে ডিক্সন, প্রিয়ান্ত ,দীপক ছেত্রী এবং ফারুক হোসেন । গত মরশুমে খুবই সাধারণ মানের ফুটবল খেলেও এই বছর সবার আগে প্রস্তুতি শুরু করে এবং দল গঠন করে চমক ফেলে দিয়েছে খিদিরপুর । কোচ দেবরাজ চ্যাটার্জি আধুনিক প্রাকটিসে দলকে মজবুত করার কাজ শুরু করে দিয়েছেন৷ তিনি আশাবাদী, এইবারে লিগে ভালো করা নিয়ে। এবার দেখার বিষয় কলকাতা লীগে তারা কীরকম ফলাফল করে এবং বাংলার তিন প্রধানকে কতটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন