Shinzo Abe: চিকিৎসকরা বলছেন গুলিবিদ্ধ শিনজো আবের ‘হৃদযন্ত্রের ক্রিয়া কার্যত বন্ধ’

জাপান সরকার নীরব। এদিকে বিশ্বজুডে চাঞ্চল্য। কারণ প্রথম সারির বিভিন্ন সংবাদ সংস্থা জানিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী (Shinzo Abe) শিনজো আবে ‘মৃত’। তিনি কি মৃত? উঠছে প্রশ্ন।…

জাপান সরকার নীরব। এদিকে বিশ্বজুডে চাঞ্চল্য। কারণ প্রথম সারির বিভিন্ন সংবাদ সংস্থা জানিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী (Shinzo Abe) শিনজো আবে ‘মৃত’। তিনি কি মৃত? উঠছে প্রশ্ন। চিকিৎসকরা বলছেন, হৃদযন্ত্রের ক্রিয়া কার্যত বন্ধ’। এমনই খবর দিচ্ছে জাপান টাইমস।

জাপান সরকারের বিবৃতিতে ফলে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিষয়ে উদ্বেগ জানানো হয়। তাঁকে বাঁচানোর সর্বত চেষ্টা চলছে বলেই জানাচ্ছে এনএইচকে সংবাদ সংস্থা।

আল জাজিরা ও বিবিসি জানাচ্ছে, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী আবেকে লক্ষ্য করে পেছন থেকে দু’বার গুলি চালিয়েছে হামলাকারী। তার বুকের বাম পাশে ও ঘাড়ে গুলি লেগেছে।

বিতর্ক উস্কে দিয়েছেন জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো। তিনি বলেছেন, শিনজো আবের সবশেষ শারীরিক সম্পর্কে জানেন না।

জাপানের নারা শহরে তাঁর ওপর হামলা চালানো হয়৷ বুকে গুলি লাগে তাঁর৷ গুলির আঘাত লাগার পরেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সন্দেহজনক একজনকে গ্রেফতার করা হয়েছে।

দীর্ঘি সময় ধরে জাপানের প্রধানমন্ত্রী পদে ছিলেন শিনজো আবে। দুই বছর আগে শারিরীক অক্ষমতার কারণে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি।

শুক্রবার পশ্চিম জাপানের নারা শহরে ভাষণ দিচ্ছিলেন তিনি। সেইসময়েই তাঁর ওপর হামলা চালানো হয়৷ একটি গুলির শব্দ পাওয়ার পরেই মাটিতে লুটিয়ে পড়ে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ৷