Sports News: মাঝমাঠের প্রাক্তন বাঙালি তারকা এখন ফুটবলার তুলে আনার দায়িত্বে

Sports News: এক সময় দাপিয়ে বেড়াতেন মাঝমাঠে। ছিলেন মিডফিল্ডার জেনারেল। আজ তিনি তৃণমূল স্তর থেকে ফুটবল তুলে নিয়ে আসার দায়িত্ব। পাঠচক্রের কোচের দায়িত্বে এখন রয়েছেন…

Mohun Bagan Former lalkamal bhoumik as pathachakra coach

Sports News: এক সময় দাপিয়ে বেড়াতেন মাঝমাঠে। ছিলেন মিডফিল্ডার জেনারেল। আজ তিনি তৃণমূল স্তর থেকে ফুটবল তুলে নিয়ে আসার দায়িত্ব।

পাঠচক্রের কোচের দায়িত্বে এখন রয়েছেন লালকমল ভৌমিক (lalkamal bhoumik) প্রিমিয়ার বি ডিভিশনের ক্যাচ শুরু হওয়ার আগে তিনি তৈরি করে নিচ্ছেন তরুণ প্রতিভাদের। স্কোয়াডের অনেকেই এই প্রথম ফুটবলের এই পর্যায়ে খেলতে চলেছেন। তাই বেশি সংখ্যক প্রস্তুতি ম্যাচ খেলে ছেলেদের তৈরি করে নিতে চাইছেন লালকমল।

শেষ অনুশীলন ম্যাচ জয় পেয়েছে পাঠচক্র। এয়ার ফোর্সের বিরুদ্ধে ২-১ গোলে এসেছে জয়। তবুও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ ভৌমিক। দলের খেলোয়াড়দের বলেছেন, ম্যাচের দল যাইহোক না কেন, খেলায় ভুলভ্রান্তি ছিল।

মোহনবাগানের ঘরের ছেলে হিসেবে এক সময় পরিচিত ছিলেন লালকমল। কেরিয়ারের বেশিরভাগ সময়টা তাঁর কেটেছিল মোহনবাগানে। প্রতিভা থাকলেও চোটের কারণে বেশি দিন খেলতে পারেননি তিনি। এখনও বয়স তিরিশের কোঠায়।