এবার উডবার্ন ওয়ার্ডে ভর্তি হবে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা: নওশাদ

ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে এর আগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। এবার তিনি বললেন সেদিন খুব দূরে নয়, যখন শওকত মোল্লাকে…

ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে এর আগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। এবার তিনি বললেন সেদিন খুব দূরে নয়, যখন শওকত মোল্লাকে পিজি হাসপাতালের উডবার্নে ভর্তি হতে হবে। অভিযোগ, ক্যানিং পূর্ব কেন্দ্রে ভোটের পর থেকে শওকত মোল্লার কারণেই এলাকায় অশান্তি ছড়িয়েছে।

হামলার অভিযোগে আইএসওফ কর্মীদের বাড়ি ঘুরে যায় জাতীয় মানবধিকার কমিশন। এই হামলার অভিযোগ ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার বিরুদ্ধে।

বিধানসভা নির্বাচনের পর ভাঙড় এবং ক্যানিং এলাকাজুড়ে একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগ বারবার উঠেছিল ক্যানিং পূর্ব এবং ভাঙড় এলাকাজুড়ে। বিজেপি কর্মীদের পাশাপাশি আইএসএফ কর্মীদের বাড়িতে গিয়ে দেখা করেন জাতীয় এবং রাজ্য মানবধিকার কমিশনের সদস্যরা।

অন্যদিকে মানবধিকার কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লা। তাঁর কথায়, যাদেরকে নিয়ে তাঁরা এলাকায় ঘুরেছেন, তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রয়েছে। কার বিরুদ্ধে কটা অভিযোগ রয়েছে চাইলে তুলে ধরবেন বলেও জানিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। তিনি আরও বলেন, আইএসএফের এক এজেন্টের নিয়ে ঘুরে বেড়িয়েছে মানবধিকার কমিশন।

শওকতের বক্তব্যের প্রেক্ষিতে ভাঙড়ের বিধায়ক বলেন, শুধুমাত্র জাতীয় মানবধিকার কমিশনের সদস্যরা ছিলেন না। ছিলেন, রাজ্য মানবধিকার কমিশনের সদস্যরা। শওকত মোল্লা যা বলছে তা ভিত্তিহীন। আসলে উনি আতঙ্ক থেকেই একথা বলছেন। আমরা আইএসএফ কর্মীদের হয়ে আদালতে আবেদন করেছিলাম। এখনও তাঁরা ঘরে ফিরতে পারছে না।
সেইসঙ্গে তিনি আশাবাদী যাদের ওপর অত্যাচার করা হয়েছে, তাঁদের পক্ষে আদালত রায় দেবে। হয়তো কিছুদিনের মধ্যেই পিজির উডবার্ন ওয়ার্ডে ভর্তি হবেন।

নওশাদের অভিযোগ, উনি বিরোধীদের ওপর অত্যাচার করেছেন বুলডোজার দিয়ে বিরোধীদের বাড়ি ভেঙেছেন। জমিতে পুকুর তৈরি করেছেন। পুলিশ না দেখলেও আইনের চোখে ধুলো দিতে পারবেন না।