Tuesday, October 14, 2025
HomeUncategorizedRujira Banerjee Coal Scam: জেলে যাবে থাইল্যান্ডীয় বৌমা ? রাজনৈতিক মহলে চরম...

Rujira Banerjee Coal Scam: জেলে যাবে থাইল্যান্ডীয় বৌমা ? রাজনৈতিক মহলে চরম হাসাহাসি

রাজ্য থেকে মহারাজকীয় ভোজ খেয়ে দিল্লি ফিরে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যাওয়ার আগে বঙ্গ বিজেপিকে তিনি বলে গেছেন, দিল্লি কিছু করবে না। যা করার নিজেরাই করুন। তবে অমিত শাহ দিল্লি ফিরে যাওয়ার পর ক্ষমতাশালী ব্যানার্জী পরিবারে এসেছে গ্রেফতারি পরোয়ানা। কয়লা পাচার কান্ডে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরার (Rujira Banerjee বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।

Advertisements

আগামী ২০ আগস্টের মধ্যে আদালতের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। এর আগে একাধিকবার কয়লা পাচারকাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল। যদিও বারবার হাজিরা এড়িয়ে গিয়েছেন রুজিরা।

Advertisements

এর পরেই রাজনৈতিক মহলে প্রশ্ন, পরোয়ানা তো এসেছে কিন্তু সেটিং করে আটকে যাবে সব। এমনই কটাক্ষ চলছে। রাজ্যের বিরোধী দল বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস ‘সেটিং’ করবে এমনই অভিযোগ।

কয়লা পাচার ও গোরু পাচারের মতো বিষয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির উঁচু তলার কয়েকজন জড়িত বলে তদন্তে বারবার অভিযোগ উঠেছে। সিপিআইএম কটাক্ষ করছে, কান টানলেই মাথা আসবে।

আরও অভিযোগ, যেভাবে গোরু পাচার মামলায় সিবিআই জেরা এড়িয়ে নিজেকে অসুস্থ দেখাচ্ছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল সেই পথ নিতে পারেন ব্যানার্জি পরিবারের বৌমা।

গ্রেফতারি পরোয়ানা আসার পর শনিবার রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে বলেন, সুপ্রিম কোর্টে তাঁরা আবেদন জানিয়েছেন। আর ইডির আইনজীবীর তরফে জানানো হয়েছে, আবেদন জানানো হলেও একবারও শুনানি হয়নি। তাই ইডির দফতরে হাজিরা না দিয়ে মামলাকে প্রভাবিত করছেন তিনি।

একই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি দু’বার জিজ্ঞাসাবাদ করলেও, তাঁর স্ত্রী রুজিরাকে সমন জারি করা সত্ত্বেও এখনও পর্যন্ত ইডির সামনে হাজির হননি।

বিরোধী দল বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের ঘরেই আছে আসল চাবিকাঠি। সিপিআইএমের অভিযোগ, তৃণমূল ও বিজেপি বোঝাপড়া করে লুঠ চালাচ্ছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments