Fuel price: ‘একটু সহ্য করতেই হবে’, জ্বালানী নিয়ে ‘সাফাই’ দিলীপের

গোটা দেশজুড়ে জ্বালানী জ্বালা অব্যাহত রয়েছে। এদিকে হু হু করে জ্বালানীর মূল্যবৃদ্ধির জেরে মধ্যবিত্তের মাথায় হাত পড়ে গেছে। এদিকে শনিবার বাড়লো গৃহস্থ সিলিন্ডারের দাম। সিলিন্ডার…

গোটা দেশজুড়ে জ্বালানী জ্বালা অব্যাহত রয়েছে। এদিকে হু হু করে জ্বালানীর মূল্যবৃদ্ধির জেরে মধ্যবিত্তের মাথায় হাত পড়ে গেছে। এদিকে শনিবার বাড়লো গৃহস্থ সিলিন্ডারের দাম। সিলিন্ডার প্রতি ৫০টাকা বাড়ানো হয়েছে। রান্নার সিলিন্ডারের দাম ৯৭৬ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০২৬ টাকা। এবার এই ইস্যু নিয়ে কার্যত ‘সাফাই’ দিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘সারা দুনিয়ায় দাম বাড়ছে। পেট্রোলিয়ামের যে কোনও পদার্থ, গ্যাস, তেল, যুদ্ধের প্রভাবে দাম বাড়ছে। অন্য দেশে অনেক বেশি দাম বেড়েছে। আমাদের দেশের সরকার তবু অনেকটা আটকে রেখেছে। বিশ্বের অর্থনীতিতে প্রভাব পড়ছে, যার আঁচ পড়ছে এখানেও। সকলকে কিছুটা সহ্য করতে হবে।’

এদিকে দিলীপ ঘোষের এই মন্তব্যকে নিয়ে কার্যত ‘ট্রোল’ প্রাক্তন বিজেপি নেতা তথা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, ‘দিলীপবাবু কোথায়, কী বলেন, তার ঠিক নেই। কিছুদিন আগে বললেন, সরকার পেট্রোপণ্যের দাম নিয়ন্ত্রণ করে না। আজ বলছেন, সরকার অনেকটা নিয়ন্ত্রণে রেখেছে। অন্য দেশে কী দাম, তার খবর রাখেন দিলীপবাবু!