Iran: পুড়ছে হিজাব, অশান্ত ইরানে ২০০ বিক্ষোভকারী নিহত

অশান্ত (Iran) ইরান। হিজাব (Hijab Protest) বাতিল দাবিতে ইরানিরা রাজপথে সরকার বিরোধী নীতির প্রতিবাদে সামিল হয়েছেন। বাধ্যতামূলক হিজাব (মুসলিম মহিলাদের মাথা ঢেকে রাখার কাপড়) বর্জন…

অশান্ত (Iran) ইরান। হিজাব (Hijab Protest) বাতিল দাবিতে ইরানিরা রাজপথে সরকার বিরোধী নীতির প্রতিবাদে সামিল হয়েছেন। বাধ্যতামূলক হিজাব (মুসলিম মহিলাদের মাথা ঢেকে রাখার কাপড়) বর্জন চলেছে। বিক্ষোভ থামাতে গুলি চালানোয় অভিযুক্ত ইরান সরকার। মানবাধিকার সংস্থাগুলির দাবি, নিহতের সংখ্যা ২০০ পার করেছে।

  • ইরানের অংশে পড়া কুর্দ জাতির এলাকায় বিক্ষোভ প্রবল।
  • কুর্দ মহিলারা স্বাধীনচেতা। তাদেরই স্বজাতিরা ইরাকে সরাসরি আইএস জঙ্গিদের বিরুদ্ধে সশস্ত্র সংঘর্ষ করেছিলেন।
  • কুর্দিস্তান ছড়িয়ে আছে ইরান, ইরাক, সিরিয়া, তুরস্ক, আর্মেনিয়ায়।
  • ইরানের অংশে দমন অভিযানে গণহত্যার আশঙ্কা।

ইরান মানবাধিকার সংস্থা আইএইচআর বুধবার জানিয়েছে, হিজাব বিরোধী বিক্ষোভ থামাতে পুলিশ অভিযানে নিহতদের মধ্যে ২৩ জন শিশু আছে। তবে দেশটির কুর্দিস্তানে অঞ্চলে বিক্ষোভ প্রবল। এখানে বিক্ষোভকারীদের সঙ্গে ইরানি পুলিশ ও সেনার সংঘর্ষে নিহতের সংখ্যা আরও বাড়বে।

বিবিসি জানাচ্ছে, কুর্দিস্তান স্বশাসিত এলাকায় থাকেন কুর্দ জাতিভুক্তরা। তারা স্বাধীনচেতা ও গোঁড়া ধর্মীয় রীতির বিরোধী। ইরান, ইরাক, তুরস্ক, সিরিয়া ও আর্মেনিয়ায় মিশে আছে কুর্দিস্তান। ইরানের দিকে থাকা অংশের বাসিন্দাদের অভিযোগ, তাদেরই জাতিভুক্ত আমিনিকে হিজাব বিহীন অভিযুক্ত করে পিটিয়ে মেরেছিল নীতি পুলিশ। কুর্দিশ আমিনির মৃত্যুর পর থেকে প্রবল গণবিক্ষোভে ফেটে পড়েছে ইরান।

আশির দশকের গণবিক্ষোভে ইরানে পহ্লবী শাহ রাজতন্ত্রের পতন হয়। তৈরি হয় ইসলামি প্রজাতন্ত্রী ইরান। তার পর থেকে হিজাব বাধ্যতামূলক করা হয়েছে ইরানে। সম্প্রতি ইরান সরকার সেই নীতি আরও কঠোর করে। এর মাঝে আমিনির মৃত্যুর ঘটনায় বিক্ষোভ তুঙ্গে।

আল জাজিরার খবর, ইরানি-কুর্দিস্তানে খুব দ্রুত দমন অভিযান শুরু করবে ইরান সরকার। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির দাবি, গণহত্যা প্রস্তুতি নিচ্ছে ইরান সরকার।