Ukraine War: যেতে হবে পোল্যান্ড বা রোমানিয়া, সেখান থেকেই বিমানে ফিরবেন ভারতীয়রা

বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে রাশিয়ার আক্রমণ চলছেই। প্রবল আতঙ্কে রয়েছেন ইউক্রেনবাসীরা। এই…

বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে রাশিয়ার আক্রমণ চলছেই। প্রবল আতঙ্কে রয়েছেন ইউক্রেনবাসীরা। এই মুহূর্তে ইউক্রেনে প্রায় ১৮ হাজার ভারতীয় রয়েছেন। যারা সকলেই তাড়াতাড়ি দেশে ফিরে আসতে চান। কিন্তু ইউক্রেন আকাশসীমার উপর নিষেধাজ্ঞা জারি করায় এয়ার ইন্ডিয়ার বিমান মাঝ রাস্তা থেকে ফিরে এসেছে।

ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করা এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল ভারত সরকারের কাছে। শেষপর্যন্ত আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে বিদেশমন্ত্রক একটি পরিকল্পনা তৈরি করেছে। ইউক্রেনের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সে দেশে থাকা ভারতীয় নাগরিকদের পোল্যান্ড বা রোমানিয়ায় যাওয়ার নির্দেশ দিয়েছে। সেখান থেকেই তাঁদের আকাশপথে দেশে ফিরিয়ে আনা হবে। ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই আটকে থাকা ভারতীয় নাগরিকদের ইউক্রেন থেকে সড়কপথে পোল্যান্ড বা রোমানিয়ায় পাঠানোর ব্যবস্থা করেছে। ইউক্রেন থেকে সড়কপথে পোল্যান্ড যেতে ৮ ঘণ্টা এবং রোমানিয়া যেতে ১২ ঘন্টা সময় লাগবে। যে গাড়িতে করে তাঁরা যাবেন সে গাড়ির উপর বড় মাপের ভারতীয় পতাকা লাগিয়ে রাখার নির্দেশ দিয়েছে বিদেশমন্ত্রক। দেশের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের পোল্যান্ড বা রোমানিয়া হয়ে দেশে ফেরানোর কথা স্বীকার করে নিয়েছেন।

   

অন্যদিকে ইউক্রেন, হাঙ্গেরি এবং পোল্যান্ডের ভারতীয় দূতাবাস ইউক্রেনে আটকে থাকা ভারতীয় নাগরিকদের চলতি পরিস্থিতিতে কিছু পরামর্শ মেনে চলার কথা জানিয়েছে। যার মধ্যে রয়েছে কিভাবে বোমার হাত থেকে বাঁচার জন্য নিরাপদ আশ্রয় খুঁজে নেওয়া যায়। একই সঙ্গে আটকে থাকা ভারতীয় নাগরিকদের কিয়েভ থেকে যত শীঘ্র সম্ভব দূরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় দূতাবাস।