Amit Shah: ‘প্রাণের ঝুঁকি’ নিয়েই রাজ্য সফরে আসছেন অমিত শাহ

‘বাংলায় গেলেই খুন হয়ে যেতে পারি’, সম্প্রতি সংসদে দাঁড়িয়ে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই কথার কয়েকদিন না কাটতেই দুদিনের জন্য রাজ্য…

Amit Shah

‘বাংলায় গেলেই খুন হয়ে যেতে পারি’, সম্প্রতি সংসদে দাঁড়িয়ে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই কথার কয়েকদিন না কাটতেই দুদিনের জন্য রাজ্য সফরে আসছেন অমিত শাহ।

বিজেপি সূত্রে খবর, আগামী ১৬ এপ্রিল বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমেই তিনি যাবেন তিনবিঘায়, সেখানে গিয়ে একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন অমিত শাহ বলে সূত্র মারফত খবর। সবকিছু ঠিকঠাক থাকলে ১৬ এপ্রিল রাতেই কলকাতায় পাড়ি দিতে পারেন শাহ। 

এরপর ১৭ এপ্রিল রাজ্য নেতৃত্বর সঙ্গে অমিত শাহ সাংগঠনিক বৈঠক করতে পারেন। এরপর সেদিন রাতেই বা ১৮ এপ্রিল সকালে দিল্লি উড়ে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি রাজ্যসভায় দাঁড়িয়ে অমিত শাহ বলেন, তিনি পশ্চিমবঙ্গে যেতে চান না, কারণ তিনি আতঙ্কে ভুগছেন। বাংলায় গেলে তিনি খুন হয়ে যেতে পারেন এমনটাই আশঙ্কা। সেইসময়ে তাঁর এহেন মন্তব্যের বিরুদ্ধে সংসদে সরব হন তৃণমূল কংগ্রেসের সাংসদরা।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্ট বলেন, হতাশা থেকেই এরকম বলছেন শাহ। রাজ্যের মানুষ ওনাদের প্রত্যাখ্যান করেছেন। সেটা ওনারা এখনও হজম করতে পারছেন না। বিজেপি শাসিত রাজ্যগুলিতে কি পরিস্থিতি হয়েছে সেটা কি তিনি ভুলে গিয়েছেন।