War Crime: ভারতের সেনা প্রধান ও অমিত শাহের বিরুদ্ধে গ্রেফতারির আবেদন

গ্রেফতার করা হোক ভারতের আর্মি চিফ জেনারেল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। কাশ্মীরে ‘যুদ্ধ অপরাধ’ (War Crime) করেছেন তাঁরা। এই অভিযোগ লন্ডনের (London) এক আইনজীবীদের সংগঠনের৷ তারা…

War Crime

গ্রেফতার করা হোক ভারতের আর্মি চিফ জেনারেল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। কাশ্মীরে ‘যুদ্ধ অপরাধ’ (War Crime) করেছেন তাঁরা। এই অভিযোগ লন্ডনের (London) এক আইনজীবীদের সংগঠনের৷ তারা ইতিমধ্যে ব্রিটিশ পুলিশের কাছে রিপোর্ট জমা দিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবরে প্রকাশিত।

মনোজ মুকুন্দ নারাভানে এবং অমিত শাহের  (Amit Shah) বিরুদ্ধে অভিযোগ এনেছেন লন্ডনের আইনজীবীরা। জম্মু-কাশ্মীরে (Jammu & Kashmir) তাঁরা যুদ্ধাপরাধে যুক্ত বলে মনে করছে স্টক হোম নামের এক ল ফার্ম। আইনজীবীদের দাবি, কাশ্মীরে সাংবাদিক, অ্যাক্টিভিস্টস, সাধারণ মানুষের ওপর নির্যাতন, অপহরণ, হত্যার মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত মনোজ এবং শাহ। ২০২০ এবং ২০২১ সালের মধ্যে হওয়া বিভিন্ন ঘটনা থেকে আইনজীবীরা একত্রিত করেছে দু’হাজার সাক্ষ্য। এছাড়াও ভারতীয় সেনার আটজন কর্তার বিরুদ্ধে রিপোর্ট জমা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও অমিত শাহ এবং মনোজ মুকুন্দ নারাভানে ছাড়া অন্য কোনো নাম এখনও জানা যায়নি।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আইনজীবীদের রিপোর্ট বলা হয়েছে, ‘জম্মু-কাশ্মীরের নাগরিকদের ওপর অত্যাচার এবং বিভিন্ন যুদ্ধাপরাধের সঙ্গে ভারত সরকারের ওপরমহল যে জড়িত, তার স্বপক্ষে পোক্ত প্রমাণ রয়েছে।’ ‘সার্বজনীন এক্তিয়ার’- এর আওতায় ব্রিটিশ পুলিশের দ্বারস্থ হয়েছে স্টক হোম। ‘সার্বজনীন এক্তিয়ার’- এর বলে বিশ্বের যে কোনো প্রান্তে মানবতার বিরুদ্ধে ঘটা অন্যায়ের প্রতিবাদ করার সুযোগ রয়েছে অভিযোগকারীদের কাছে।

স্টক হোয়াইটের ইন্টারন্যাশনাল ল-এর ডিরেক্টর হাকান কামুজ মনে করছেন যে তাঁদের অভিযোগের ভিত্তিতে শীঘ্রই তদন্ত শুরু করবে ব্রিটেনের পুলিশ। অভিযুক্তরা সে দেশে আসা মাত্র গ্রেফতার করা হবে, এমনটাও আশা করছেন তিনি।

জিয়া মুস্তাফার পরিবার এ ব্যাপারে অগ্রগণ্য ভূমিকা নিয়েছে বলে খবর। ‘জঙ্গি’ জিয়াকে গারদে পাঠিয়েছিল ভারত সরকার। কামুজের বক্তব্যকে, মুস্তাফাকে জেলে পাঠিয়ে যুদ্ধ-অপরাধ বা ‘ওয়ার ক্রাইম’ করেছে ভারত। গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছিল মানবধিকার কর্মী বলে পরিচিত মহম্মদ এহসানকে। তার পাশেও দাঁড়িয়েছে ব্রিটেনের আইনজীবী সংগঠন।