Nepal: অ্যাত্ত বড় নেপালি মুলো চমকে গেলেন গিনেস কর্তারা

বিশাল আকারের মুলো (Radish) চাষ করে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম তুললেন নেপালের (Nepal) এক চাষি। ওই ব্যক্তির নাম পদ্ম বাহাদুর তামাং। তিনি নিজের চাষের জমিতেই…

বিশাল আকারের মুলো (Radish) চাষ করে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম তুললেন নেপালের (Nepal) এক চাষি। ওই ব্যক্তির নাম পদ্ম বাহাদুর তামাং। তিনি নিজের চাষের জমিতেই এই বিশাল আকারের মুলো চাষ করেন বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল (Viral) হয়েছে। নেপালের স্থানীয় প্রশাসন তাকে এই দুর্দান্ত মুলো ফলনের জন্য ৭০০০/- টাকা পুরস্কৃত করেছে। তাঁর এহেন কাজ গিনেস বুকে (Guinness World Record) জায়গা করে নিয়েছে। যদিও অনেক নিন্দুকের মতে এই কাজ গিনেস বুকে নাম তোলার মতো নয়।

অফিসিয়াল গিনেস রেকর্ডস অনুসারে, বিশ্বের সবচেয়ে ভারী মুলো জাপানের এক চাষি মানাবু ওনো ফলান। এরপর ২০০৩ সালের ৯ ফেব্রুয়ারি সাকুরাজিমা মুলো প্রতিযোগিতায় অংশ নেন মানাবু। এই মুলোর ওজন ছিল ৩১ কেজি। এছাড়া এর পরিধি ছিল ১১৯ সেন্টিমিটার (৪৬.৮ ইঞ্চি)।