Tollywood: কবে মুক্তি পাচ্ছে ‘8/12’

২৬ শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে অরুণ রায়ের ছবি ‘8/12’।১৯৩০ সালের ৮ই ডিসেম্বর রাইটার্স বিল্ডিং-এ ব্রিটিশ পোশাকে অনুপ্রবেশ করে অত্যাচারী সিম্পসন সাহেবকে হত্যা করেছিলেন বিনয়-বদল-দীনেশ।স্বাধীনতা…

২৬ শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে অরুণ রায়ের ছবি ‘8/12’।১৯৩০ সালের ৮ই ডিসেম্বর রাইটার্স বিল্ডিং-এ ব্রিটিশ পোশাকে অনুপ্রবেশ করে অত্যাচারী সিম্পসন সাহেবকে হত্যা করেছিলেন বিনয়-বদল-দীনেশ।স্বাধীনতা সংগ্রামীর এই তিন বীর নিজেদের স্বার্থের কথা ভুলে গিয়ে কীভাবে দেশকে স্বাধীন করে নিজেদের উৎসর্গ করেছিলেন সেই গল্পই দেখাবে এই ছবির চিত্রনাট্য।

ছবিটি প্রযোজনা করছেন কান সিং সোধা।তাঁর কথায়, “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি সব ঠিক থাকলে আগামী ২৬ শে জানুয়ারি মুক্তির পথে স্বাধীনতা সংগ্রামের সত্য ঘটনা অবলম্বনে তৈরি ‘8/12’।সত্যি কথা বলতে কী,আমরা প্রথমে মুক্তির তারিখ নিয়ে দ্বিধায় ছিলাম।তবে এই কাহিনির জন্য এর থেকে ভাল দিন আর হতেই পারে না।”

ছবিতে বিনয় বসুর ভূমিকায় অভিনয় করেছেন কিঞ্জল নন্দ।বাদল গুপ্ত-র চরিত্রে রয়েছেন অর্ণ মুখোপাধ্যায় ও দীনেশ গুপ্তর ভূমিকায় অভিনয় করেছেন রেমো।ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়,শংকর দেবনাথ,দেবরাজ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী, গুলশনারা খাতুন ও আরও অনেকে।