অল্প সময়ের জন্য আইসল্যান্ডের IBV Vestmannaeyjar কেরলা ব্লাস্টার্সের মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ’কে (Sahal Abdul Samad) দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু ভিসা পারমিটের সমস্যার জেরে এমনটা বাস্তবতা পেলো না।
সংশ্লিষ্ট আইসল্যান্ডের ক্লাবে কোচ Hermann Hreioarsson একটা সময় কেরলা ব্লাস্টার্সে ডেভিড জেমসের সহকারী ছিলেন।দুই ক্লাব’ই রাজি ছিলো সাহালের অল্প সময়ের জন্য এই লোন চুক্তির বিষয়ে, কিন্তু শেষ অবধি তা সম্ভব হলোনা।
এবিষয়ে কেরেলা ব্লাস্টার্সের স্পোর্টস ডিরেক্টর ক্যারোলিস স্কিনিকিস জানিয়েছেন, “আগষ্ট মাস অবধি লোনে সামাদ’কে ছাড়ার ব্যাপারে আগ্রহী ছিলাম আমরা।কিন্তু ভিসা সংক্রান্ত সমস্যার জেরে এমনটা করতে পারলাম না আমরা।”
শোনা যাচ্ছে আইসল্যান্ডের ক্লাব ছাড়াও স্লোভাকিয়ার প্রথম সারির একটি ফুটবল ক্লাব সাহিল’কে দলে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলো।