BUNDESLIGA জয়ী এই ফুটবলার’কে দলে পেতে চেয়েছিল ATK Mohun Bagan

দলবদলের বাজারে একের পর এক দারুণ চমক দিয়েই চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ইতিমধ্যে একাধিক ভারতীয় তারকা ফুটবলার’কে সই করিয়ে চমক দিয়েছে৷ ক্লাবের বিদেশি…

Former Iran captain Ashkan Dejagah

দলবদলের বাজারে একের পর এক দারুণ চমক দিয়েই চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ইতিমধ্যে একাধিক ভারতীয় তারকা ফুটবলার’কে সই করিয়ে চমক দিয়েছে৷ ক্লাবের বিদেশি বাছাই করার ক্ষেত্রে বর্তমানে সবুজ মেরুন শিবিরের তরফে তেমন কোনও কথা না শোনা গেলেও একের প‍র এক চমকপ্রদ খবর উঠে আসছে। শোনা যাচ্ছে, ইরানের প্রাক্তন অধিনায়ক আসগান দেজাখাহ’কে একবছরের চুক্তিতে দলে পেতে চেয়েছিল সবুজ মেরুন শিবির।

২০০২ থেকে ২০০৯ অবধি জার্মানির। বিভিন্ন বয়স ভিত্তিক দলের হয়ে খেলা এই ফুটবলার ২০১২ থেকে ২০১৯ অবধি খেলেছিলেন ইরানের হয়ে।ক্লাব স্তরে খেলেছেন জার্মানির হার্থা বার্লিন, উল্ফসবার্গের ইংল‍্যান্ডের ফুলহ‍্যাম, নটিংহ‍্যাম ফরেস্টের মতো ক্লাবে, বর্তমানে ফ্রি এজেন্ট এই ফুটবলার উল্ফসবার্গের হয়ে জিতেছিলেন বুন্দেসলিগা’র শিরোপা। এটিকে মোহনবাগান তাকে এবছরের প্রস্তাব দিলেও তিনি রাজী হননি ভারতের আইএসএলে খেলতে, এমনটাই জানা গিয়েছে শেষ অবধি।