ISL গোল্ডেন বুট জয়ী ফুটবলারকে দলে পেতে ঝাপাচ্ছে ইস্টবেঙ্গল

তারকা ফুটবলার Nerijus Valskis এর সাথে আর চুক্তি দীর্ঘায়িত করল চেন্নাইয়িন এফসি। দুইবারের আইএসএল (ISL) জয়ী এই ক্লাব বিদায় জানাল ভালকিস এবং গোলকিপার বিশাল কাইথ’কে।…

ISL Golden Boot winner Nerijus Valskis

তারকা ফুটবলার Nerijus Valskis এর সাথে আর চুক্তি দীর্ঘায়িত করল চেন্নাইয়িন এফসি। দুইবারের আইএসএল (ISL) জয়ী এই ক্লাব বিদায় জানাল ভালকিস এবং গোলকিপার বিশাল কাইথ’কে।

২০১৯ ভালকিস যোগদান করেছিল চেন্নাইয়িন এফসি’তে,এবং প্রথম বছরেই দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিলেন তিনি। জিতেছিলেন আইএসএলের গোল্ডেন বুট৷ মাঝে একবার জামশেদপুর গেলেও ফের আরেকবার নিজের পুরনো ক্লাবে ফিরে এসেছিলেন তিনি।

চেন্নাইয়িনের হয়ে মোট ৩৭ টা ম‍্যাচ খেলেছিলেন ভালকিস, তাতে করেছিলেন ১৯ টা গোল,গোল করিয়েছেন সাতটি।শোনা যাচ্ছে এই তারকা ফুটবলার’কে দলে পেতে আগ্রহী ইস্টবেঙ্গল।যদিও এখনও কোনও কিছু নিশ্চিত নয়, তবে ভালকিস বর্তমানে ফ্রি এজেন্ট ফুটবলার হয়ে থাকায় ভবিষ্যতে এরকমটা সত্যি হলে অবাক হওয়ার থাকবেনা কিছুই।

এদিকে,দলগঠন তো দুরের কথা বর্তমানে ইমামি’র সাথে চুক্তি পর্যন্ত হয়নি ইস্টবেঙ্গলের। বিষয়টি নিয়ে খানিকটা চিন্তিত লাল হলুদের কর্মকর্তারা‌।তাই আর বিলম্ব না করে ইমামির উদ্দেশ্যে ক্লাবের তরফে একটি চিঠি লেখা হয়েছে ক্লাবের কার্যকারী কমিটির বৈঠকের শেষে।

ইতিমধ্যে একে একে ফুটবলার’রা ক্লাব ছাড়তে থাকায় খানিকটা ব‍্যাকফুটে ইস্টবেঙ্গল, যা অপেক্ষা করছে নতুন চুক্তি পাওয়ার তারাও খুব বেশি দিন আর দলের সাথে থাকবেন না এমনটাই মনে করছেন কেউ কেউ। এরপর ক্লাবে বৈঠক ডাকা হয়,পাঠানো হয় ইমামি গোষ্ঠী’কে একটি চিঠি। যেখানে বিনিয়োগ’কারী সংস্থা’কে দ্রুত ব‍্যাপারটা নিঃস্পত্তি করার জন্য অনুরোধ করা হয়েছে। কর্মকর্তা’রা চাইছেন চুক্তিপত্র নিয়ে যেমন আলোচনা চলছে চলুক, কিন্তু দল গঠনের কাজটাকেও যেনো গুরুত্ব সহকারে দেখে দল।

মঙ্গলবার ক্লাবের কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়,যতো শীঘ্রই সম্ভব ক্লাবের ফুটবল সংক্রান্ত কাজ যেনো দ্রুত সেরে ফেলা হয়।একদিকে যখন আইএসএলের ক্লাব গুলো’র দল গঠনের কাজ প্রায় শেষের পথে,সেখানে এখনও অবধি কোনও ফুটবলারের সাথে চুক্তি অবধি করতে পারিনি ইস্টবেঙ্গল।এই সময় খানিকটা চাপ পড়েই ইমামি’কে চিঠি ধরালো লাল হলুদের কর্মকর্তারা কতো শীঘ্রই এই সমস্যার সুরাহা হয় এখন সেটাই দেখার বিষয়।