কৃষ্ণাঙ্গ হত্যা মামলার প্রতিবাদে রাজপথে হাজার মানুষের ঢল

কানাডায় কৃষ্ণাঙ্গ হত্যা মামলায় বিক্ষোভের তেজ বাড়ছে। এই হত্যার জেরে পুলিশের বিরুদ্ধে হাজার হাজার মানুষ প্রতিবাদ করতে রাস্তায় নেমে পড়েছেন। সম্প্রতি মিনিয়াপলিসে ২২ বছর বয়সী…

কানাডায় কৃষ্ণাঙ্গ হত্যা মামলায় বিক্ষোভের তেজ বাড়ছে। এই হত্যার জেরে পুলিশের বিরুদ্ধে হাজার হাজার মানুষ প্রতিবাদ করতে রাস্তায় নেমে পড়েছেন।

সম্প্রতি মিনিয়াপলিসে ২২ বছর বয়সী আমির লককে তাঁর সোফায় বসা অবস্থায় পুলিশ গুলি করে। হত্যার পরের দিন পুলিশ এ অভিযানের ভিডিও ফুটেজ প্রকাশ করে। এই ভিডিওটিতে দেখা যায়, আমির লক একটি আগ্নেয়াস্ত্র ধরা অবস্থায় কম্বলের নিচে ছিলেন। পুলিশের ডাকে তাঁর ঘুম ভেঙেছিল। এর কয়েক মুহূর্ত পরেই তাঁকে গুলি করা হয়।

পুলিশ জানিয়েছে, পুলিশ একটি ‘নো-নক’ অনুসন্ধান পরোয়ানার আওতায় ওই অভিযান চালান। এ ব্যবস্থায় পুলিশ বাসিন্দাকে সতর্ক না করে বা তাদের উপস্থিতির কথা প্রকাশ না করেও ব্যক্তিগত সম্পত্তিতে প্রবেশ করতে পারে। একটি হত্যাকাণ্ডের তদন্তের জন্য ওই পরোয়ানা জারি করা হয়েছিল। তবে ওয়ারেন্টে লকের নাম ছিল না।

এদিকে মৃত যুবকের পরিবারের আইনজীবীরা জানিয়েছেন, তাঁর কোনো অতীত অপরাধের ইতিহাস নেই। মৃত্যুর সময় তাঁর কাছে থাকা অস্ত্রটি ছিল বৈধ। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। পুলিশের বিরুদ্ধে উত্তেজিত জনতা  ‘ন্যায়বিচার না হলে শান্তিও নেই’ স্লোগান দেয়।