প্রাথী তালিকা নিয়ে মদন-সৌগত বিদ্রোহ চরমে

পুরভোটের জন্য প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে বিক্ষোভ। সেই বিক্ষোভের তেজ সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। ফলে স্বাভাবিকভাবেই নির্বাচনের মুখে এহেন…

পুরভোটের জন্য প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে বিক্ষোভ। সেই বিক্ষোভের তেজ সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। ফলে স্বাভাবিকভাবেই নির্বাচনের মুখে এহেন ঘটনাকে ঘিরে অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির।

পুরসভা ভোটের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের একাধিক চলছে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। বেশি বিক্ষোভ হচ্ছে বিধায়ক মদন মিত্রের এলাকা কামারহাটিতে। কর্মীদের বিক্ষোভ অসন্তোষের জন্য কামারহাটি রথ তলা মোড়ে কর্মীসভা আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

আর এই কর্মীসভায় এসে কামারহাটি বিধায়ক মদন মিত্র প্রার্থী বাছাইয়ের জন্য তৃণমূল সাংসদ সৌগত রায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, ‘উনি মেঘের আড়ালে থেকে কথা বলেন। যে নেতা কাজুবাদাম বিরিয়ানি লুঙ্গি তুলে মালিশ করে প্রার্থীর নাম দিয়েছেন সেই নেতার যদি সাহস থাকে তাহলে কামারহাটি কাছে বিটি রোড দিয়ে যাতায়াত করে দেখান কামারহাটির মানুষ তাকে বুঝে নেবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে যা জানাবার জানিয়ে দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে যা বলবেন আমি তাই করব।’

অন্যদিকে বিজেপিকে এক হাত নিতে গিয়ে মুখ ফসকে কামারহাটির বিধায়ক বলেন, ‘সব বিজেপি মুছে গেছে। প্রার্থীদের মধ্যে পানের পিক পড়ে গেছে। সিপিএম, বিজেপি, তৃণমূল সব এক হয়ে গেছে।’ যদিও পড়ে তিনি শুধরে নিয়ে বলেন, ‘বিজেপি, তৃণমূল, সিপিএম একসঙ্গে কাজ করছে। ওদের একসঙ্গে বান্ডিল করে ছুঁড়ে ফেলে দিতে হবে।’