শান্তিপূর্ণ পুরভোটের দাবিতে মামলা, জরুরি ভিত্তিতে শুনানির সম্ভাবনা

করোনা আবহে শিয়রে ঝুলছে পুরসভা নির্বাচন। ভোট হবে বিধাননগরেও। যদিও এই পুরভোটের একাধিক জায়গায় চলছে বোমাবাজি। এহেন অবস্থায় শান্তিপূর্ণ নির্বাচন কীভাবে হবে সেই নিয়ে উঠছে…

করোনা আবহে শিয়রে ঝুলছে পুরসভা নির্বাচন। ভোট হবে বিধাননগরেও। যদিও এই পুরভোটের একাধিক জায়গায় চলছে বোমাবাজি। এহেন অবস্থায় শান্তিপূর্ণ নির্বাচন কীভাবে হবে সেই নিয়ে উঠছে প্রশ্ন। এই আশঙ্কায় নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে আবেদন।

সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার দুপুর ১২:৩০টার সময় মামলার শুনানি হবে। সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, শুরু হয়ে গিয়েছে কার্যকর আদর্শ আচরণবিধি। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ১০৮টি পুরসভায় ভোট শুরু হচ্ছে। 

কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, ২৭ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৫টা অবধি হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। এছাড়া আগামী ৮ মার্চের মধ্যে এই নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে। এছাড়া ৯ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এছাড়া মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ ফেব্রুয়ারি। কমিশনের তরফ থেকে বলা হয়েছে, দঃ পুরসভার ১টি ওয়ার্ডে ভোট হবে না। কোভিড বিধি মেনে রাত আটটা পর্যন্ত প্রচারের অনুমতি দিয়েছে কমিশন।

সর্বদলীয় বৈঠকে রাজ্যের শাসকদলের তরফে তাপস রায় বলেন, ‘রাজ্যের শান্তিপূর্ণভাবে পুরভোট করার জন্য যা যা করণীয়, তা কমিশনকে করতে হবে। কমিশনের সব সিদ্ধান্তই আমরা মেনে নেব। তবে প্রচারের সময় আরও ঘণ্টা বাড়ানোর জন্য বলেছি’।