Kolkata: এবার কালীঘাটে পুলিশের বিরুদ্ধে আঁচড়ে দেওয়ার অভিযোগ

কলকাতা পুলিশ (Kolkata Police) ফের বিতর্কে। এবার চাকরি প্রার্থী এক মহিলার অভিযোগ, পুলিশ আঁচড়ে দিল। চিমটি কাটল। এই অভিযোগের পর বিতর্ক জমাট। কেন বারবার কলকাতা…

কলকাতা পুলিশ (Kolkata Police) ফের বিতর্কে। এবার চাকরি প্রার্থী এক মহিলার অভিযোগ, পুলিশ আঁচড়ে দিল। চিমটি কাটল। এই অভিযোগের পর বিতর্ক জমাট। কেন বারবার কলকাতা পুলিশ কামড় দিচ্ছে, আঁচড়ে দিচ্ছে উঠছে এই প্রশ্ন।

চাকরির দাবিতে আপার প্রাইমারি প্রার্থীদের বিক্ষোভে গরম মুখ্যমন্ত্রীর নিজের পাড়া কালীঘাট। রাস্তার উপরে বিক্ষোভ দেখানোর সময় ডিসি সাউস আকাশ মাঘারিয়ার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়।

   

আন্দোলনরত চাকরি প্রার্থীদের মধ্যে এক মহিলাকে টেনে নিয়ে যাওয়ার সময় তিনি অভিযোগ করেন, আমার জামা ছিঁড়ে দিয়েছে। চিমটি কেটে আঁচড়ে দিয়েছে।

সম্প্রতি কলকাতা পুলিশের কর্মী ইভা থাপা এক আন্দোলনকারী চাকরিপ্রার্থী অরুণিমা পালকে কামড়ে দেন। এ নিয়ে বিতর্ক প্রবল হয়। পরে ওই অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের মুখে পড়েন ইভা থাপা।

বুধবার বিক্ষোভকারীরা কালীঘাট মেট্রো থেকে বেরিয়ে হাজরার দিকে যাচ্ছিলেন। তাদের আটক করে পুলিশ। একের পর চাকরি প্রার্থীকে টেনে তোলা হয় প্রিজন ভ্যানে।

নিয়োগের দাবিতে অনড় চাকরিপ্রার্থীরা কালীঘাটে মেট্রো স্টেশনের কাছে বসে পড়েন। তাদের দাবি আটকের বছর আগে পরীক্ষা দিয়েছেন আজও চাকরি মেলেনি। চাকরি দিতে হবে।

আন্দোলনকারীরা বলেন, আমরা দ্রুত নিয়োগ চাই। দ্রুত চাকরির আশ্বাস চাই। এতদিন পর্যন্ত আমরা পথে বসেছি। আন্দোলন করেছি। আমরা যোগ্য। আন্দেলনকারীদের হটাতে পুলিশ আসার পর বিক্ষোভ আরও ছড়ায়। কালীঘাট এলাকা উত্তপ্ত হয়।