রুটি-লুচি-পরোটা সঙ্গে টক-ঝাল-মিষ্টি নিরামিষ তরকারির ঘরোয়া রেসিপি

Homemade recipe vegetarian curry with luchi

পাঁচমিশালী তরকারী খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী ।বিশেষ করে বাড়ন্ত বাচচা বা বয়স্ক মানুষদের জন্য এই পাঁচ মিশালি তরকারি খাওয়া অত্যন্ত জরুরী ।  সবজির মধ্যে থাকা নানা ধরনের প্রোটিন, ভিটামিন শরীরের ঘাটতি মেটাতে সাহায্য করে ।তাই এই খুব সুস্বাদু ও উপকারী তরকারির (Homemade recipe) রেসিপিটি জেনে নেওয়া যাক ।

Advertisements

উপকরণ :
আলু ডুমোকরে কাটা ১ টা , গাজর ছোট টুকরো করে কাটা ১ টা , ক্যাপসিকাম ছোট টুকরো করে কাটা ১টা , ,কুমড়ো ছোট টুকরো করে কাটা ১টা, লাউ ছোট টুকরো করে কাটা , ঝিঙে ছোট টুকরো করে কাটা ১টা , বিনস ছোট টুকরো করে কাটি , আদা বাটা ১টেবিলচামচ , টমেটো বাটা ১ টেবিলচামচ , শুকনো লঙ্কা ও তেজপাতা ২টি , গোটা জিরে ১চাচামচ , আমচুর পাউডার ১টেবিলচামচ , সরষের তেল ১কাপ ,নুন ও চিনি স্বাদমতো , ধনেপাতা কুচি ১/২কাপ

   
Advertisements

পদ্ধতি:
প্রথমে সবজিগুলোকে ভালোকরে ধুয়ে নিতে হবে ।এরপর কড়াইয়ে সরষের তেল গরম করে তাতে গোটা জিরে , শুকনো লঙ্কা ,তেজপাতা ফোড়ন দিয়ে একে একে আদা ও টমেটো বাটা দিতে হবে ।এরপর সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ।গুঁড়ো মশলা দিয়ে ও সামান্য জল দিয়ে ঢাকা দিতে হবে ।ঢাকা খুলে স্বাদমতো নুন ,মিষ্টি দিতে হবে । এরপর আমচুর পাউডার , চেরা কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে নিলেই তৈরি টক-ঝাল-মিষ্টি নিরামিষ তরকারী । এবার গরম পরোটা বা লুচির সাথে পরিবেশন করুন ।