এই টিপসগুলি মনে রাখলে ফুলে ফুলে ভরে উঠবে জবাগাছ

কয়েকটা টিপস মাথায় রাখলেই আপনার জবা গাছে (Hibiscus) ফুলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে । বাড়িতে থাকা কয়েকটি জিনিস ব্যবহার করে আপনি গাছের সৌন্দর্য্য বৃদ্ধি…

boost Flowering Hibiscus

কয়েকটা টিপস মাথায় রাখলেই আপনার জবা গাছে (Hibiscus) ফুলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে । বাড়িতে থাকা কয়েকটি জিনিস ব্যবহার করে আপনি গাছের সৌন্দর্য্য বৃদ্ধি করতে পারবেন । তার জন্য টাকা দিয়ে কৃত্তিম কোন সার কিনতে হবেনা ।বাড়ির রান্নাঘরে বাতিল যা আপনি ফেলে দেন , সেই ফেলে দেওয়া অংশই আপনার জবাগাছের ভালো খাবার হতে পারে । 

জবাগাছ তৈরীর সময়ে মাটির সঙ্গে গোবর সার , পাতাপচা সার , কেচোঁসার ইত্যাদি মিশিয়ে মাটি তৈরী করতে হবে । ১৫ দিন পরে আপনাকে একটি সার তৈরী করে নিতে হবে । ডিমের খোলা ভালো করে গুঁড়ো করে নিয়ে তার মধ্যে কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে মিশিয়ে নিতে হবে ।এই সারটি গাছের গোড়ায় ভালো করে দিয়ে দিন ।

৩০ দিন অন্তর অন্তর সরষের খোল পচা জল গাছের গোড়ায় দিতে হবে । এক বছর অন্তর টবের মাটি ভালো করে বদলে দিতে হবে । একটা কথা মাথায় রাখতে হবে , জবাগাছ ভীষণ রোদ ও জল পছন্দ করে ।তবে টবের মধ্যে জল জমে থাকলে কিন্তু জবাগাছ বেশীদিন বাঁচবে না ।তাই জল যাতে না জমে সেইদিকে খেয়াল রাখতে হবে ।

জবাগাছে সাধারণত সাদা সাদা পোকা হয় । এই পোকা মারার জন্য ঘরোয়া উপায় হল শ্যাম্পু ।জলের মধ্যে শ্যাম্পু মিশিয়ে জবাগাছ কে স্নান করিয়ে দিতে হবে । এছাড়াও সাদা পোকা যে ডালগুলিতে হয়েছে সেই ডালগুলো কেটে ফেলে পুড়িয়ে দিলে , পোকার হাত থেকে অনেকটাই রক্ষা পাবেন ।